—প্রতীকী চিত্র।
ওয়র্ল্ড ইকনমিক ফোরামে অংশ নিতে সুইৎজ়ারল্যান্ডের দাভোসে এসেছেন আমেরিকার প্রেসিডেন্ট। বুধবার এই আন্তর্জাতিক মঞ্চে এক সাংবাদিক সম্মেলেন ভারতের সঙ্গে ‘সুসম্পর্কের’ বার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প। বললেন, “ভারতের সঙ্গে আমাদের একটি দুর্দান্ত ও মজবুত (বাণিজ্য) চুক্তি হবে।” রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য গত অগস্ট থেকে ভারতের উপরে ৫০ শতাংশ আমদানি শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। যার পর থেকে দু’দেশের বণিজ্যচুক্তি নিয়ে আলোচনাও একপ্রকার স্থগিত রয়েছে। ট্রাম্পের আজকের মন্তব্যের পরে কিছুটা আশার আলো দেখছেন ভারতীয় কূটনীতিকেরা।
এ দিন সাংবাদিকদের সামনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ হন ট্রাম্প। বলেন, “আপনারা একজন দুর্দান্ত নেতা পেয়েছেন। আমি ওঁকে খুবই শ্রদ্ধা করি।”
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে