Jagannath Dev

পাপোশে জগন্নাথের ছবি! সমালোচনার মুখে সেই পণ্য বিক্রি বন্ধ করে দিল চিনের সংস্থা

সমাজমাধ্যমে প্রতিবাদ করেন বিজু জনতা দল (বিজেডি)-এর সাংসদ থেকে ওড়িশার শিল্পী। তার পরেই নড়েচড়ে বসে চিনের সংস্থাটি। তারা ওই পাপোশ বিক্রি বন্ধ করে দিয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৫ ১৭:২৩
Share:

সেই পাপোশ। ছবি: সংগৃহীত।

পাপোশের উপরে জগন্নাথদেবের ছবি! তাতে পা দিয়ে দাঁড়িয়ে রয়েছেন এক মডেল। চিনের অনলাইন বিপণি সংস্থা বিজ্ঞাপন দিয়ে বিক্রি করছিল সেই পণ্য। বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয় বিতর্ক। ক্ষোভ প্রকাশ করেন ভারতীয়েরা। সমাজমাধ্যমে প্রতিবাদ করেন বিজু জনতা দল (বিজেডি)-এর সাংসদ থেকে ওড়িশার শিল্পী। তার পরেই নড়েচড়ে বসে চিনের সংস্থাটি। তারা ওই পাপোশ বিক্রি বন্ধ করে দিয়েছে।

Advertisement

চিনের অনলাইন বিপণি আলিএক্সপ্রেসে ওই পাপোশ বিক্রি করা হচ্ছিল ৭৮৭.৬৫ টাকায়। পণ্যের নাম ‘লর্ড জগন্নাথ মণ্ডলা আর্টি ম্যাট ডোরওয়ে’। তা দেখে চটেছেন ভারতীয়, বিশেষত ওড়িশার মানুষজন। বিজেডি মুখপাত্র তথা সাংসদ অমর পট্টনায়েক সমাজমাধ্যমে লেখেন, ‘‘প্রভু জগন্নাথের ছবি দেওয়া পাপোশ আলিএক্সপ্রেসে বিক্রি করার ঘটনাকে ধিক্কার জানাই। লক্ষ লক্ষ ভক্তের আবেগকে নির্লজ্জের মতো আঘাত করা হয়েছে।’’ তিনি এই নিয়ে দ্রুত পদক্ষেপ দাবি করেছেন। ওড়িশার বালু শিল্পী সুদর্শন পট্টনায়েকও ঘটনার নিন্দা করেছেন। তিনি দুনিয়ার জগন্নাথ-ভক্তদের এই নিয়ে প্রতিবাদ করতে বলেছেন।

এর পরে এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পোস্ট দিয়েছে চিনের আলিএক্সপ্রেস। শুধু চিনেই মেলে এই অনলাইন বিপণি সংস্থার পরিষেবা। এর মালিক আলিবাবা গোষ্ঠী। তারা সমাজমাধ্যমে লিখেছে, ‘‘আপনাদের ফিডব্যাকের জন্য ধন্যবাদ। আমরা এই পণ্যটি সরিয়ে দিয়েছি।’’ তারা জানিয়েছে, জনতার প্রতিক্রিয়ার উপর তারা অনেকটাই নির্ভরশীল। সেই মতো পদক্ষেপ করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement