রাজ্যে ঝড়বৃষ্টি চলবে আগামী বুধবার পর্যন্ত। — ফাইল চিত্র।
বর্ষার বৃষ্টি চলছে পশ্চিমবঙ্গে। তার পাশাপাশি, নিম্নচাপ অঞ্চল, নিম্নচাপ, তার পর ঘূর্ণাবর্ত— একের পর এক প্রকৃতির ফলায় গত কয়েক সপ্তাহ ধরে দুর্যোগ চলছে রাজ্য জুড়ে। বহু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। সঙ্গে ঝড়। রাজ্যের বহু এলাকা জলমগ্ন। বিপর্যস্ত জনজীবন। আলিপুর আবহাওয়া দফতর বলছে, দক্ষিণবঙ্গে আরও দু’দিন এই দুর্যোগ চলবে। সেই মতো জারি করা হয়েছে হলুদ সতর্কতা। উত্তরবঙ্গে আরও বেশি দিন চলবে দুর্যোগ। ৬ জুলাই পর্যন্ত দুর্যোগের পূর্বাভাস রয়েছে সেখানে।
আলিপুর আবহাওয়া দফতর বিশেষ বুলেটিন প্রকাশ করে জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপর যে ঘূর্ণাবর্ত ছিল, তা গাঙ্গেয় বঙ্গের উত্তর দিকে সরে এসেছে। তার দোসর রয়েছে মৌসুমি অক্ষরেখা। পশ্চিমে শ্রীগঙ্গানগর, রোহতক, বান্দা, সিধি, রাঁচি হয়ে এ রাজ্যের ডায়মন্ড হারবারের উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর দিয়ে চলে গিয়েছে। এই দুইয়ের প্রভাবে রাজ্যে চলবে ঝড়বৃষ্টি।
শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে হতে পারে ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টি। শনিবারও কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির জন্য রয়েছে হলুদ সতর্কতা। কলকাতার পাশাপাশি হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী বুধবার পর্যন্ত রাজ্যে ঝড়বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে তার জন্য সতর্কতা জারি করার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। আগামী বুধবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমানে। বাঁকুড়াতেও ওই দিন ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গে আগামী বুধবার পর্যন্ত দুর্যোগ চলবে। প্রায় প্রতি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার উত্তরের আট জেলাতেই ঝড়বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে। তার মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে আগামী বুধবার পর্যন্ত টানা চলবে ভারী বৃষ্টি। মাঝে শনি, রবি, সোমবার সেখানে ভারী থেকে অতি ভারী (৭ থেকে ২০ সেন্টিমিটার) বৃষ্টি হতে পারে। সে জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা। উত্তর দিনাজপুরেও আগামী মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। শুধু আগামী সোমবার সেখানে ঝড়বৃষ্টির সতর্কতা নেই। দক্ষিণ দিনাজপুর, মালদহেও হবে ঝড়বৃষ্টি। তবে শুক্রবারের পরে সেখানে সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।