Drug Racket Busted

ঘটকালির অ্যাপের মাধ্যমে মাদক পাচার! হায়দরাবাদে বড় চক্রের হদিস পেল পুলিশ, গ্রেফতার দুই

পুলিশ সূত্রে খবর, ধৃতেরা হলেন, এম রমাকান্ত ওরফে কিরণ এবং মুদাবত প্রসাদ। এই দু’জন অনলাইনে গ্রাহক জোগাড় করতেন, তার পর মাদকের পরিমাণ, দাম ইত্যাদি স্থির করতেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১১:০৩
Share:

হায়দরাবাদে মাদকপাচার চক্র ধরল পুলিশ। প্রতীকী ছবি।

তেলঙ্গানার হায়দরাবাদে বড় মাদকচক্রের হদিস পেল পুলিশ। মাদক-সহ দুই পাচারকারীকে গ্রেফতারও করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ধৃতেরা হলেন, এম রমাকান্ত ওরফে কিরণ এবং মুদাবত প্রসাদ। এই দু’জন অনলাইনে গ্রাহক জোগাড় করতেন, তার পর মাদকের পরিমাণ, দাম ইত্যাদি স্থির করতেন। সব কিছু ঠিক হয়ে গেলে, তার পর সেই মাদক গ্রাহকের কাছে পৌঁছোনোর ব্যবস্থা করে দিতেন। আর এই গোটা চক্র চালানোর জন্য ধৃতেরা ঘটকালির (ডেটিং) অ্যাপ ব্যবহার করতেন। সেখান থেকে গ্রাহক জোগাড় করতেন। তার পর মাদক সরবরাহ করতেন।

পুলিশ আরও জানতে পেরেছে, গ্রাহকদের সঙ্গে অনলাইনে যোগাযোগের জন্য মূলত ‘রকেট’ এবং ‘পিজন’ এই দু’টি কোডনাম ব্যবহার করতেন ধৃতেরা। বেঙ্গালুরুতে এক নাইজেরীয়র কাছ থেকে মাদক কিনতেন ধৃতেরা। তার পর প্রতি গ্রাম ১৫ হাজার টাকায় বিক্রি করতেন। এই প্রথম নয়, গত বছরের জুলাইয়েও মাদক পাচারের জন্য ধরা পড়েছিলেন এই দু’জন। কিন্তু জেল থেকে ছাড়া পেতেই আবার পাচারকাজে নেমে পড়েন।

Advertisement

পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে ১০০ গ্রাম এমডিএমএ, ১০টি মোবাইল ফোন এবং বেশ কিছু জিনিস উদ্ধার হয়েছে। গ্রাহকদের মধ্যে রয়েছেন চিকিৎসক, তথ্যপ্রযুক্তি কর্মী, যৌনকর্মীরা। এই পাচারকাজে আর কারা জড়িত তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement