হোমিওপ্যাথি ওষুধ বিক্রির আড়ালে দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করছিল ওয়াজির হুসেন। গত রাতে হাফলং ট্যাক্সি স্ট্যান্ডের ওই ‘ওষুধের’ দোকানে হানা দিয়ে বমাল মাদক-পাচারকারীকে গ্রেফতার করল ৪৩ আসাম রাইফেল ও হাফলং পুলিশের যৌথ বাহিনী। তদন্তকারী অফিসার নীরজ চৌধুরী এ কথা জানান।
নিহত জঙ্গি। যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক জঙ্গির মৃত্যু হল। কার্বি আংলং জেলার ঘটনা। পুলিশ জানায়, কুলিগাঁও গ্রামে জঙ্গি ঘাঁটির সন্ধান পেয়ে যৌথ বাহিনী সেখানে হানা দেয়। এক জঙ্গি মারা যায়। ঘটনাস্থল থেকে একটি এ কে ৫৬ রাইফেল ও গুলি উদ্ধার হয়।