Election Commission

৩৪৫টি রাজনৈতিক দলের অনুমোদন বাতিল করছে নির্বাচন কমিশন, জানিয়ে দিল কারণও

কমিশন জানিয়েছে, এখন প্রায় ২,৮০০ অস্বীকৃত রাজনৈতিক দলের নাম নথিভুক্ত রয়েছে। সেগুলি অনুমোদন পাওয়ার প্রয়োজনীয় শর্ত পূরণ করেনি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জুন ২০২৫ ১৯:০৪
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

নির্বাচন কমিশন ৩৪৫টি অস্বীকৃত রাজনৈতিক দলের অনুমোদন বাতিল করতে চলেছে। কমিশন জানিয়েছে, ২০১৯ সাল থেকে অর্থাৎ গত ছ’বছর ধরে কোনও নির্বাচনে যোগ দেয়নি এই দলগুলি। তাদের দফতরও খুঁজে পাওয়া যায়নি। সেই কারণে দলগুলির অনুমোদন বাতিলের প্রক্রিয়া শুরু করা হয়েছে।

Advertisement

কমিশন জানিয়েছে, এখন প্রায় ২,৮০০ অস্বীকৃত রাজনৈতিক দলের নাম নথিভুক্ত রয়েছে। সেগুলি অনুমোদন পাওয়ার প্রয়োজনীয় শর্ত পূরণ করেনি। সেই কারণে এই ধরনের অস্বীকৃত রাজনৈতিক দল চিহ্নিত করার কাজ শুরু করে কমিশন। প্রথম পর্যায়ে ৩৪৫টি অস্বীকৃত দলকে চিহ্নিত করে তাদের অনুমোদন বাতিল করার প্রক্রিয়া শুরু করা হয়েছে। এই দলগুলি দেশের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের।

তবে এই প্রক্রিয়া চলতে থাকবে বলেই জানিয়েছে কমিশন। তাদের তরফে জানানো হয়েছে, বাকি অস্বীকৃত দলগুলিকে শো কজ় নোটিস পাঠানো হবে। সেই নোটিস পাঠানোর জন্য নির্দিষ্ট রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞলের মুখ্য নির্বাচনী অফিসারদের (সিইও) নির্দেশ দেওয়া হয়েছে। ওই অস্বীকৃত দলগুলির বক্তব্য শুনবে কমিশন। তার ভিত্তিতেই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। কোনও অস্বীকৃত রাজনৈতিক দলের অনুমোদন যাতে ‘অযথা’ বাতিল করে দেওয়া না হয়, সে কারণেই এই পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে কমিশন। তারা আরও জানিয়েছে, দেশে রাজনৈতিক ব্যবস্থা সংস্কারের জন্যই এই প্রক্রিয়া শুরু করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement