ED Raid

উত্তরপ্রদেশের বিশ্ববিদ্যালয়ে ভুয়ো ডিগ্রি বিক্রির অভিযোগ! একযোগে ১৬ জায়গায় তল্লাশি ইডির

ভুয়ো ডিগ্রি বিক্রির অভিযোগের তদন্তে মূল অভিযুক্ত বিজেন্দ্র সিংহ ওরফে বিজেন্দ্র হুডাকে আগেই গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি জেলবন্দি। গত লোকসভা ভোটে তিনি প্রার্থীও ছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৫ ১৪:১৮
Share:

ইডির আধিকারিকদের হানার সময় প্রহরায় কেন্দ্রীয় বাহিনী। — ফাইল চিত্র।

উত্তরপ্রদেশের বিশ্ববিদ্যালয়ের নামে ভুয়ো ডিগ্রি বিক্রির অভিযোগের তদন্তে একযোগে ১৬ জায়গায় তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। উত্তরপ্রদেশের হাপুরের ওই বিশ্ববিদ্যালয়ের নাম করে ভুয়ো ডিগ্রি এবং শংসাপত্র তৈরি করা হত বলে অভিযোগ। তার পরে সেগুলি চড়া দামে বিক্রি করা হত বলে তদন্তকারীদের সন্দেহ। ওই মামলার তদন্তে বৃহস্পতিবার উত্তরপ্রদেশ, দিল্লি এবং হরিয়ানায় হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা।

Advertisement

তদন্তকারী সংস্থা সূত্রে খবর, বৃহস্পতিবার মোট ১৬টি জায়গায় তল্লাশি চালানো হয়েছে। এর মধ্যে রয়েছে হাপুরে ওই বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস এবং উন্নাওয়ের এক মেডিক্যাল কলেজও। এ ছাড়া দিল্লি, ফরিদাবাদ, গুরুগ্রাম এবং সোনিপাতের বেশ কিছু এলাকাতেও হানা দেন ইডি আধিকারিকেরা।

এই মামলার তদন্তে মূল অভিযুক্ত বিজেন্দ্র সিংহ ওরফে বিজেন্দ্র হুডাকে আগেই গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি জেলবন্দি। গত লোকসভা ভোটে তিনি প্রার্থীও ছিলেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে মায়াবতীর বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র টিকিটে উত্তরপ্রদেশের বিজনৌর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। তদন্তকারীদের সন্দেহ, এই ভুয়ো ডিগ্রি বিক্রির চক্রের মাথা তিনিই। এই চক্রের মাধ্যমে তিনি কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ। তার পরে নিজের অন্য ব্যবসায়িক সংস্থায় সেই টাকা ঘুরিয়ে সাদা করার চেষ্টা হয়েছে বলে অনুমান তদন্তকারীদের।

Advertisement

সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দেশের ২২টি বিশ্ববিদ্যালয়কে ভুয়ো বলে চিহ্নিত করেছে। ওই তালিকায় উত্তরপ্রদেশের চারটি বিশ্ববিদ্যালয় রয়েছে। ওই ভুয়ো প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করার জন্যও প্রশাসনকে নির্দেশ দিয়েছে ইউজিসি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement