জঙ্গি হানায় নিহত আট জওয়ান

আধাসেনার কনভয়ে হামলা চালিয়ে অন্তত ৮ জওয়ানকে হত্যা করল নাগা জঙ্গিরা। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে নাগাল্যান্ড ও মায়ানমারের সীমান্তে। সেনা সূত্রে খবর, রবিবার বিকেলে ২৩ আসাম রাইফেল্স-এর ১৮ জন জওয়ান একটি ম্যাটাডর ও একটি জলের ট্যাঙ্কবাহী গাড়ি নিয়ে টোবু মহকুমায় অন্তর্গত জঙ্গলে একটি ঝর্না থেকে জল আনতে গিয়েছিল।

Advertisement
শেষ আপডেট: ০৪ মে ২০১৫ ১৯:৫৭
Share:

আধাসেনার কনভয়ে হামলা চালিয়ে অন্তত ৮ জওয়ানকে হত্যা করল নাগা জঙ্গিরা। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে নাগাল্যান্ড ও মায়ানমারের সীমান্তে। সেনা সূত্রে খবর, রবিবার বিকেলে ২৩ আসাম রাইফেল্স-এর ১৮ জন জওয়ান একটি ম্যাটাডর ও একটি জলের ট্যাঙ্কবাহী গাড়ি নিয়ে টোবু মহকুমায় অন্তর্গত জঙ্গলে একটি ঝর্না থেকে জল আনতে গিয়েছিল। ফেরার সময়ে চাংলাংসু এলাকায় ম্যাটাডর লক্ষ্য করে একটি আইইডি বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। তার পরেই দু’দিক থেকে গুলিবর্ষণ শুরু হয়। পাল্টা জবাব দেওয়ার আগেই লুটিয়ে পড়েন জওয়ানরা। ঘটনাস্থলে আট জওয়ান মারা গিয়েছেন। জখম ছয় জওয়ানকে পরে সেনা হাসপাতালে নিয়ে আসা হয়। জওয়ানদের পাল্টা গুলিতে এক জঙ্গি মারা গিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। সেনাবাহিনীর সন্দেহ, সংঘর্ষবিরতি ভঙ্গ করা এনএসসিএন খাপলাং বাহিনীই হামলা চালিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement