National news

গাড়ি ঠিক করে পার্ক করতে বলায়, আবাসনের ভিতরেই পেটানো হল বৃদ্ধ দম্পতিকে!

গাড়ি পার্কিং নিয়ে ঝামেলা। আর তার জেরে নিজের আবাসনেই বেধড়ক মার খেলেন নয়ডার এক বয়স্ক দম্পতি। রবিবারের ওই গোটা ঘটনাটাই ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। কেন পেটানো হল তাঁদের?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ মার্চ ২০১৭ ১৪:১৬
Share:

সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে এই ছবি।

গাড়ি পার্কিং নিয়ে ঝামেলা। আর তার জেরে নিজের আবাসনেই বেধড়ক মার খেলেন নয়ডার এক বয়স্ক দম্পতি। রবিবারের ওই গোটা ঘটনাটাই ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।

Advertisement

কেন পেটানো হল তাঁদের?

উত্তরপ্রদেশের নয়ডার সেক্টর ৯৩-এর একটি বিলাসবহুল আবাসনে থাকেন ওই দম্পতি। তাঁদের ‘অপরাধ’, আবাসনের এক যুবককে ঠিক করে গাড়ি পার্ক করতে অনুরোধ করেছিলেন। সে অনুরোধ রাখা তো দূরের কথা, উল্টে সঙ্গী-সাথী জুটিয়ে পরের দিন ওই দম্পতির উপরে চড়াও হন ওই যুবকের দাদা। সঙ্গে ওই গাড়ির চালকও ছিলেন। মারধরে যোগ দেন এক মহিলাও। ঘটনায় অভিযুক্ত এক যুবককে আটক করেছে পুলিশ।

Advertisement

আরও পড়ুন

কে ডি সিংহের নির্দেশেই স্টিং, বিস্ফোরক দাবি ম্যাথুর

পুলিশ জানিয়েছে, ঘটনার সূত্রপাত, দিন দুই আগে। শনিবার সাতসকালেই ওই দম্পতি দেখেন, আবাসনের পার্কিং চত্বরে একটি গাড়ি ঠিক ভাবে পার্ক করা নেই। গাড়ির মালিক আবাসনের এক যুবককে তা জানান তাঁরা। গাড়িটি ঠিক ভাবে পার্কিংয়ের অনুরোধও করেন। কিন্তু, তাতে পাত্তা দেননি গাড়ির মালিক। তখনকার মতো বিষয়টা মিটে গেলেও পরের দিন ফের ঝামেলা শুরু হয়। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, আবাসনের এক নি‌র্জন জায়গায় ওই বৃদ্ধকে পেয়ে বেধড়ক মারধর করতে থাকেন গাড়ির মালিক, তাঁর দাদা ও ড্রাইভার। বৃদ্ধকে নিগৃহীত হতে দেখে তাঁকে বাঁচাতে এগিয়ে আসেন তাঁর স্ত্রী। কিন্তু, তাতেও কোনও ফল হয়নি। উল্টে ওই দম্পতিকে আরও মারতে থাকেন গাড়ির মালিকের সঙ্গীরা। কোনও রকমে তাঁদের হাত থেকে নিজের বাঁচাতে পারেন ওই দম্পতি। এর পরই নয়ডা পুলিশের কাছে নিগ্রহের অভিযোগ করেছেন তাঁরা।

ঘটনার সিসিটিভি ফুটেজ ন্যাশনাল মিডিয়ায় প্রকাশিত হতেই সারা পড়ে গিয়েছে। নয়ডার মতো শহরে বয়স্কদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement