কুকুরটিকে এলাকা থেকে সরানোর জন্য সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছেন ওই দম্পতি। — প্রতিনিধিত্বমূলক চিত্র।
তিন মাসে পাড়ার অন্তত ছ’জনকে কামড়েছে পথকুকুর! আট বছরের শিশু থেকে শুরু করে ৭০ বছরের বৃদ্ধ— কেউই বাদ যাননি। আতঙ্কে বাড়ি থেকে বেরোনোই এক প্রকার বন্ধ করে দিয়েছেন এলাকাবাসীদের একাংশ। এই সমস্যার বিহিত চেয়ে এ বার দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন দিল্লির বৃদ্ধ-বৃদ্ধা।
জানা গিয়েছে, বৃদ্ধ ওই দম্পতি দিল্লির মহারানা প্রতাপ বাগ এলাকার বাসিন্দা। অভিযোগ, গত মাসতিনেক ধরে সেখানে দাপিয়ে বেড়াচ্ছে এক কুকুর। একের পর এক ব্যক্তিকে কামড়াচ্ছে সে। বার বার অভিযোগ করা সত্ত্বেও পুরসভা কোনও ব্যবস্থা নেয়নি বলে দাবি। তাই বাধ্য হয়ে কুকুরটিকে এলাকা থেকে সরানোর জন্য সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছেন ওই দম্পতি।
৭০ বছর বয়সি ওই আবেদনকারিণীর নাম সুনীতা আগরওয়াল। তিনি জানিয়েছেন, গত ২২ অক্টোবর পুরসভা কুকুরটিকে ধরে নিয়ে গিয়েছিল। কিন্তু আট দিন পর তাকে আবার এলাকায় ছেড়ে যাওয়া হয়। তার পর ৩১ অক্টোবর এবং ৩ নভেম্বর পর পর আরও দু’জনকে কামড়েছে কুকুরটি। অভিযোগে বলা হয়েছে, কুকুরটি যাদের কামড়েছে, তাদের মধ্যে এক শিশুও রয়েছে, যে তার বাড়ির বাইরে খেলছিল। সেই ঘটনার পর থেকে কুকুর-আতঙ্কে গত এক মাস ধরে ঘরের বাইরে বেরোয়নি শিশুটি। শুধু শিশুরা নয়, সকালে হাঁটতে বেরনো নিয়ে রীতিমতো ভয়ে সিঁটিয়ে রয়েছেন বয়স্করাও। এ বিষয়ে মহারানা প্রতাপ বাগ রেসিডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সৌরভ গান্ধী জানিয়েছেন, পুরসভার হেল্পলাইন নম্বর এবং ৩১১ অ্যাপে ইতিমধ্যে এ সংক্রান্ত বেশ কয়েকটি অভিযোগ জমা পড়েছে। এ বার কী পদক্ষেপ করা হয়, সকলের নজর সে দিকেই।