Election Commission of India

ভোটদানের হার জানাতে নতুন প্রযুক্তি কমিশনের

এত দিন সেক্টর অফিসারেরা ভোটদানের তথ্য সংগ্রহ করে ফোন বা মেসেজের মাধ্যমে রিটার্নিং অফিসারকে জানাতেন। সেই তথ্যভিত্তিক গড় হিসাব দু’ঘণ্টা অন্তর ভিটিআর অ্যাপে প্রকাশ করা হত।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ জুন ২০২৫ ০৯:০৫
Share:

—প্রতীকী চিত্র।

কত শতাংশ ভোট পড়ল, সেটা যাতে দ্রুত জানা যায়, তার জন্য নতুন প্রযুক্তিনির্ভর ব্যবস্থা চালু করতে চলেছে নির্বাচন কমিশন। এত দিন যে ভাবে হাতেকলমে কাজটা করা হত, তা ছিল সময়সাপেক্ষ। নতুন ব্যবস্থায় অনেক দ্রুত ভোট শতাংশের তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে। আজ নির্বাচন কমিশনের প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এই নতুন ব্যবস্থা কাজ করবে ইসিআইনেট অ্যাপের মাধ্যমে। ভোটগ্রহণ কেন্দ্রের প্রিসাইডিং অফিসারেরা প্রতি দু’ঘণ্টা অন্তর ভোট পড়ার তথ্য ওই অ্যাপে তুলবেন। ভোট গ্রহণ পর্ব শেষ হওয়ার পরে দ্রুত সংশ্লিষ্ট বুথের মোট ভোটদানের হিসাবও তাঁর অ্যাপে তুলে তবেই বুথ ছেড়ে যাবেন। বিভিন্ন বুথ থেকে পাওয়া তথ্য মিলিয়ে নিয়ে পরিমার্জিত ভিটিআর বা ভোটার টার্নআউট অ্যাপে কেন্দ্রভিত্তিক গড় ভোট শতাংশের হিসাব চলে আসবে ভোট শেষ হওয়ার পরেই। বিহার বিধানসভা নির্বাচনের আগেই এই উন্নততর ইসিআইনেট এবং উন্নততর ভিটিআর অ্যাপ কার্যকর হবে বলে জানিয়েছে কমিশন। একই সঙ্গে প্রিসাইডিং অফিসারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলির পোলিং এজেন্টদের হাতে ভোট পড়ার তথ্য সম্বলিত ১৭সি ফর্ম তুলে দেওয়ার যে নিয়ম ছিল, তা অপরিবর্তিত থাকছে। আগের মতোই প্রতি দু’ঘণ্টা অন্তর আনুমানিক ভোটদানের হারও প্রকাশিত হতে থাকবে।

এত দিন সেক্টর অফিসারেরা ভোটদানের তথ্য সংগ্রহ করে ফোন বা মেসেজের মাধ্যমে রিটার্নিং অফিসারকে জানাতেন। সেই তথ্যভিত্তিক গড় হিসাব দু’ঘণ্টা অন্তর ভিটিআর অ্যাপে প্রকাশ করা হত। প্রসঙ্গত গত লোকসভা নির্বাচন এবং তার পরে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের সময় কেন্দ্রভিত্তিক চূড়ান্ত ভোটদানের হার প্রকাশ পেতে অনেক দেরি হচ্ছিল। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে এই বিলম্ব এবং চূড়ান্ত হারে ব্যাপক বৃদ্ধি নিয়ে প্রশ্ন তোলা হয়। তেমন কোনও ‘ভুল ধারণা’ যাতে আর তৈরি না হয়, এই নতুন ব্যবস্থা তা নিশ্চিত করবে বলে আশাবাদী কমিশন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন