Bihar SIR

‘নিবিড় সমীক্ষা’ শেষ বিহারে, প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা, কী কী জানাল নির্বাচন কমিশন, কোথায় কত ভোটার বাড়ল

কমিশন বিহারে এসআইআর শুরু করার পর থেকেই তা নিয়ে নানা বিতর্ক হয়েছে। মামলাও হয়েছে সুপ্রিম কোর্টে। বিহারের রাজনীতি তো বটেই, তোলপাড় হয়েছে জাতীয় রাজনীতিও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪০
Share:

—ফাইল চিত্র।

বিহারে শেষ হল ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর। মঙ্গলবার চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করে দিল নির্বাচন কমিশন।

Advertisement

কমিশন বিহারে এসআইআর শুরু করার পর থেকেই তা নিয়ে নানা বিতর্ক হয়েছে। মামলাও হয়েছে সুপ্রিম কোর্টে। বিহারের রাজনীতি তো বটেই, তোলপাড় হয়েছে জাতীয় রাজনীতিও। চলতি বছরেই বিহারের বিধানসভা নির্বাচন। তা নজরে রেখে বিষয়টি নিয়ে বিরোধীরা সরব হয়েছে। ‘ভোটাধিকার যাত্রা’ শুরু করেছেন রাহুল গান্ধী, তেজস্বী যাদবেরা। সেই আবহে এসআইআর শেষ করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল কমিশন।

সমীক্ষার প্রথম ধাপে যে খসড়া তালিকা প্রকাশ করেছিল, তাতে অন্তত ৬৫ লাখ নাম বাদ পড়েছিল। বিতর্ক জোরালো হয় তখন থেকেই। কমিশন জানিয়েছিল, যাঁরা মারা গিয়েছেন বা যাঁরা অন্য রাজ্যে চলে গিয়েছেন এবং সেখানকার ভোটার হয়েছেন, মূলত তাঁদেরই নাম বাদ পড়েছে। মঙ্গলবার যে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে কমিশন, তাতে মুজফ্‌ফরপুর এবং পটনা জেলার ভোটার তালিকায় নতুন নাম যোগ হয়েছে। মুজফ্‌ফরপুরে বেড়েছে ৮৮,১০৮ ভোটার।

Advertisement

কমিশন জানিয়েছে, এসআইআর-এর আগে বিহারে ভোটার সংখ্যা ছিল ৭.৮৯ কোটি। গত ১ অগস্ট যে খসড়া তালিকা প্রকাশিত হয়েছিল, তাতে বাদ পড়ে ৬৫.৬৩ লাখ নাম। ৩ লক্ষ ভোটারকে নোটিস পাঠানো হয়েছিল। খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর ১ অগস্ট থেকে ১ সেপ্টেম্বরের মধ্যে ১৬.৫৬ লাখের বেশি মানুষ ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করেছিলেন। তার সঙ্গেই ২.১৭ লাখ ভোটার নাম বাদ দেওয়ার আবেদন করেন। সেই সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে। ভবিষ্যতে এই তালিকায় পরিবর্তন হলে অতিরিক্ত একটি তালিকা (সাপ্লিমেন্টারি) প্রকাশ করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement