Air India Express

মাঝ-আকাশে ইঞ্জিনে ত্রুটি! দিল্লি থেকে ইনদওরগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানে আতঙ্ক, তবে অবতরণ নির্বিঘ্নেই

আইএক্স ১০২৮ বিমানটি দিল্লি থেকে ১৬১ জন যাত্রী নিয়ে ওড়ে। বিমানটি যখন মাঝ-আকাশে, তখন পাইলট জরুরি অবতরণের বার্তা পাঠান ইনদওর বিমানবন্দরের এয়ার ট্র্যাফিক কন্ট্রোলকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৫৬
Share:

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানের জরুরি অবতরণ। প্রতিনিধিত্বমূলক ছবি।

আবার এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেসের বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ল। বিমানটি যখন মাঝ-আকাশে সেই ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ে। পাইলট সঙ্গে সঙ্গে জরুরি অবতরণের অনুমতি চেয়ে ট্র্যাফিক কন্ট্রোলকে বার্তা পাঠান। শুক্রবারের এই ঘটনায় আতঙ্ক ছড়ায় বিমানের যাত্রীদের মধ্যে।

Advertisement

বিমান সংস্থার এক আধিকারিক সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ‘প্যান প্যান’ বার্তা পাঠান পাইলট। এর অর্থ হল, বিমানে ত্রুটি ধরা পড়েছে। কিন্তু তা বিপজ্জনক নয়। এ রকম পরিস্থিতিতেই এই বার্তা পাঠান পাইলট। আইএক্স ১০২৮ বিমানটি দিল্লি থেকে ১৬১ জন যাত্রী নিয়ে ওড়ে। বিমানটি যখন মাঝ-আকাশে, তখন পাইলট জরুরি অবতরণের বার্তা পাঠান ইনদওর বিমানবন্দরের এয়ার ট্র্যাফিক কন্ট্রোলকে।

সেই বার্তা পেয়েই বিমানটির জরুরি অবতরণের জন্য সব রকম ব্যবস্থা করেন দেবী অহল্যাবাই হোলকার বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দরের অধিকর্তা বিপিনকান্ত শেঠ বলেন, ‘‘বিমানের একটি ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ে। বার্তা পাওয়ার পরই আমরা সব রকম ব্যবস্থা নিই। সকাল ৯টা ৫৫ মিনিটে বিমানটি অবতরণ করে। সেটির অবতরণ করার সময় ছিল সকাল ৯টা ৩৫ মিনিট। কিন্তু আপৎকালীন পরিস্থিতির জেরে ২০ মিনিট দেরিতে অবতরণ করে বিমানটি।’’ বিমানবন্দরের অধিকর্তা জানিয়েছেন, পাইলট নির্বিঘ্নে বিমানটিকে অবতরণ করিয়েছেন।

Advertisement

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের এক মুখপাত্র জানিয়েছেন, সন্দেহ করা হচ্ছে ইঞ্জিনের অয়েল ফিল্টারে কোনও ত্রুটি হয়েছিল। তার জেরেই এই সমস্যা। তবে সমস্ত রকম সতর্কতা অবলম্বন করে বিমানটিকে অবতরণ করান পাইলট। ওই মুখপাত্রের ব্যাখ্যা, এটিকে জরুরি ভিত্তিতে অবতরণ বলা যাবে না। পাইলট এটিসি-র কাছে অগ্রাধিকারের ভিত্তিতে অবতরণের অনুমতি চেয়েছিলেন পাইলট।

বৃহস্পতিবার এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমানের সঙ্গে ঈগলের ধাক্কা লাগে। বিমানটি অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া থেকে বেঙ্গালুরু যাচ্ছিল। রানওয়ে ছাড়ার সময় ঈঘলটি সামনে চলে আসে। বিমানের নাকের অংশে পাখিটি ধাক্কা খায়। পাখির ধাক্কায় বিমানের কী ক্ষতি হয়েছে, সে বিষয়ে নিশ্চিত ছিলেন না পাইলট। ফলে তিনি আর ঝুঁকি নেননি। পরে সেই উড়ান বাতিল করে দেওয়া হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement