National News

জোড়-বিজোড়ে কড়া কোর্ট, দিল্লিতে বিধিনিষেধ বহাল বাইকের ওপরেও

দিল্লির অরবিন্দ কেজরীবাল সরকারের আর্জি মঙ্গলবার খারিজ করে দিল জাতীয় গ্রিন ট্রাইব্যুনাল।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০১৭ ১৪:৪৮
Share:

ধোঁয়াশায় ঢাকা দিল্লি।- সংগৃহীত।

দিল্লিতে দূষণ রোধে চালু জোড়-বিজোড় নীতির আওতা থেকে দু’চাকার যান ও মহিলারা রেহাই পেলেন না।

Advertisement

এ ব্যাপারে দিল্লির অরবিন্দ কেজরীবাল সরকারের আর্জি মঙ্গলবার খারিজ করে দিল জাতীয় গ্রিন ট্রাইব্যুনাল।

আদালতে দিল্লি সরকারের বক্তব্য ছিল, রাজ্য পরিবহণের বাসের সংখ্যা যত, তাতে রাস্তায় বাইক চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি হলে মানুষকে নাজেহাল হতে হবে যানসঙ্কটে। তা ছাড়াও দিল্লির রাস্তাঘাটে মহিলাদেরই বাইকের মতো দু’চাকার যান বেশি চালাতে দেখা যায়। যেহেতু নিরাপত্তার কারণে তাঁরা রাজ্য পরিবহণের বাসে উঠতে তেমন ভরসা পান না। তাই দু’চাকার যান ও মহিলাদের জোড়-বিজোড় নীতির আওতার বাইরে রাখার আর্জি জানিয়েছিল কেজরী সরকার।

Advertisement

আরও পড়ুন- পাড়ায় পাড়ায় মাটির ভাঁড় ঝুলিয়ে দিয়েছে অমদাবাদ, থমথমে মুসলিম মহল্লা​

আরও পড়ুন- হিন্দুত্ববাদী নেতাকে খুন করে ফেসবুক পোস্ট করল খুনি!​

কিন্তু এ দিন গ্রিন বেঞ্চের তরফে দিল্লি সরকারকে প্রশ্ন করা হয়েছে, ‘‘দু’চাকার যান তো দূষণের অন্যতম কারণ। তা হলে কেন সেই যান ছাড় পাবে? সে ক্ষেত্রে মহিলাদের জন্য কেন সংরক্ষিত বাস বা মেট্রোর ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না?’’

আদালতে এ দিন আর্জি খারিজ হয়ে যাওয়ার পর দিল্লি সরকারের তরফে জানানো হয়েছে, অন্য ভাবে ফের আর্জি জানানো হবে গ্রিন বেঞ্চে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন