শিবু সোরেন। —ফাইল চিত্র।
শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় দিল্লির একটি হাসপাতালের ভেন্টিলেশনে রাখা হয়েছে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সে রাজ্যের শাসকদল ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (জেএমএম) প্রধান শিবু সোরেনকে। এখন অবশ্য তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তবে তাঁকে ভেন্টিলেশন থেকে বার করে আনা হয়েছে কি না, তা স্পষ্ট নয়।
গত কয়েক মাস ধরেই শরীর ভাল যাচ্ছে না ঝাড়খণ্ড আন্দোলনের নেতা শিবুর। গত ১৯ জুন তাঁকে ভর্তি করানো হয় দিল্লির একটি হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। একটি সূত্রের খবর, শিবুর কিডনির সমস্যা রয়েছে। সম্প্রতি তাঁর মস্তিষ্কের ভিতর রক্তক্ষরণও হয় (ব্রেন স্ট্রোক)। এই অবস্থায় শুক্রবার প্রবীণ এই রাজনীতিকের শারীরিক পরিস্থিতির অবনতি হয়। তাঁকে রাখা হয় ভেন্টিলেশনে। এই খবর পেয়েই ঝাড়খণ্ড থেকে সস্ত্রীক দিল্লি পৌঁছোন মুখ্যমন্ত্রী তথা শিবুর পুত্র হেমন্ত সোরেন।
শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, দিল্লিতেই রয়েছেন হেমন্ত এবং জেএমএম-এর শীর্ষ পর্যায়ের কয়েক জন নেতা। তাঁরা চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, অশীতিপর শিবুর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল হলেও নতুন করে উন্নতিও হয়নি। বিশেষজ্ঞ চিকিৎসকেরা তাঁর চিকিৎসার দায়িত্বে রয়েছেন।