আপনি মহান, শুনতে চান প্রধানমন্ত্রীও

রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রাজন একটি নিবন্ধে মোদীর ঘনিষ্ঠ  কয়েক জন ও প্রধানমন্ত্রীর দফতরের হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত করে রাখার স্বভাবকে কটাক্ষ করে লিখেছিলেন, মাত্র কয়েক জনের হাতে এত ক্ষমতা ভাল নয়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০১৯ ০৩:১২
Share:

নরেন্দ্র মোদী।

রঘুরাম রাজনের পর নরেন্দ্র মোদীর কাজ করার ধরনের সমালোচনা করলেন প্রসার ভারতীর প্রাক্তন সিইও জহর সরকারও।

Advertisement

রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রাজন একটি নিবন্ধে মোদীর ঘনিষ্ঠ কয়েক জন ও প্রধানমন্ত্রীর দফতরের হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত করে রাখার স্বভাবকে কটাক্ষ করে লিখেছিলেন, মাত্র কয়েক জনের হাতে এত ক্ষমতা ভাল নয়।

সেই প্রসঙ্গেই গতকাল জহরবাবু টুইটে লেখেন, ‘‘রঘুরাম রাজন বলেছেন, প্রধানমন্ত্রী মোদীকে ঘিরে থাকা অর্থনীতিবিদ এবং অন্য কয়েক জন বিপজ্জনক সব নীতি গ্রহণের পরামর্শ দিচ্ছেন প্রধানমন্ত্রীকে।

Advertisement

ওঁর মতো আমিও মোদীর আমলে দু’বছর কাজ করে বুঝেছি, উনি শুধু শুনতে চান, ‘জি স্যর, আপনি মহান’। ক্ষতি হচ্ছে ভারতের।’’ মোদী জমানায় নানাবিধ নজরদারি এবং নিয়ন্ত্রণের বিরোধিতা করে যে প্রাক্তন আমলারা বারবার প্রধানমন্ত্রীকে খোলা চিঠি লিখেছেন, জহরবাবু তাঁদের অন্যতম।

এই টুইট প্রসঙ্গে জহরবাবু আজ বলেন, ‘‘মনমোহন সিংহ, প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছি। কাজ করেছি প্রিয়রঞ্জনের সঙ্গেও। ওঁরা সকলের কথাই শুনতেন। আর ওঁরা কাউকে অন্ধ বিশ্বাস করতেন না বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কারও উপর সম্পূর্ণ নির্ভরশীলও ছিলেন না। যা মোদী জমানায় দেখেছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন