কেরলে ফিরছে বামেরা, অসমে বিজেপি, ইঙ্গিত সমীক্ষায়

পশ্চিমবঙ্গের সঙ্গেই নির্বাচন হয়ে গেল আরও তিনটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে। অসমে তরুণ গগৈ টানা চতুর্থবার ক্ষমতায় ফিরবেন? নাকি সর্বানন্দ সোনোয়ালের বিজেপি ধরাশায়ী করবে কংগ্রেসকে? তামিলনাড়ুতে কি জয়ললিতা ক্ষমতা ধরে রাখবেন?

Advertisement
শেষ আপডেট: ১৬ মে ২০১৬ ১৭:৪৩
Share:

পশ্চিমবঙ্গের সঙ্গেই নির্বাচন হয়ে গেল আরও তিনটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে। অসমে তরুণ গগৈ টানা চতুর্থবার ক্ষমতায় ফিরবেন? নাকি সর্বানন্দ সোনোয়ালের বিজেপি ধরাশায়ী করবে কংগ্রেসকে? তামিলনাড়ুতে কি জয়ললিতা ক্ষমতা ধরে রাখবেন? নাকি ইভিএমে ঝড় তুলেছে ডিএমকে-কংগ্রেস? কেরলে উম্মেন চান্ডির সরকারকে হঠাতে পারবে বামেরা? কেন্দ্রশাসিত পুদুচেরির ভবিষ্যতই বা কার হাতে যেতে চলেছে? ভোট পরবর্তী সমীক্ষায় আভাস দিচ্ছে বিভিন্ন সংস্থা। কী সেই আভাস? জেনে নিন:

Advertisement

অসম বিধানসভার ফল এবিপি টাইমস নাও-সি ভোটার ইন্ডিয়া টিভি ইন্ডিয়া টুডে

Advertisement

কংগ্রেস+ ৩৩ ৪১ ৫৩-৬১ ৭৯-৯৩

বিজেপি+ ৮১ ৫৭ ৩৭-৪৫ ২৬-৩৩

ইউডিএফ ১০ ১৮ ১৪-২২ ৬-১০

অন্যান্য ২ ১০ ৫ ৫

মোট আসন ১২৬

১৪০

২৩৪

৩০

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement