Fake Currency Note

ওড়িশায় জাল নোটের চক্র ফাঁস! জাজপুর থেকে গ্রেফতার পাণ্ডা-সহ দুই, উদ্ধার পৌনে ৩ লক্ষ টাকা

পুলিশ জানিয়েছে, জাজপুর থেকে চন্দ্রমণি বল নামে এই চক্রের অন্যতাম মাথাকে গ্রেফতার করা হয়। তাঁর বাড়ি থেকে জাল পৌনে তিন লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মে ২০২৫ ১৭:৪২
Share:

ওড়িশায় জাল নোট উদ্ধার। প্রতীকী ছবি।

ওড়িশায় জাল নোটের বড় চক্র ফাঁস করল পুলিশ। এই ঘটনায় গ্রেফতার হয়েছেন চক্রের অন্যতম মাথা-সহ দু’জন। জাজপুরের ঘটনা।

Advertisement

পুলিশ সূত্রে খবর, এক ব্যক্তি দোকানে ২০০ টাকার জাল নোট নিয়ে কিছু জিনিস কিনতে গিয়েছিলেন। দোকানির সন্দেহ হওয়ায় তিনি আশপাশের দোকানদারদের বিষয়টি জানান। তার পর ওই ব্যক্তিকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

ধৃতকে জেরা করে পুলিশ এই চক্রের অন্যতম মাথার খোঁজ পায়। তার পরই জাজপুরে ওই ব্যক্তির বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। পুলিশ জানিয়েছে, জাজপুর থেকে চন্দ্রমণি বল নামে এই চক্রের অন্যতম মাথাকে গ্রেফতার করা হয়। তাঁর বাড়ি থেকে জাল পৌনে তিন লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে।

Advertisement

পুলিশ জানিয়েছে, জাল নোটের কারবার ছাড়াও চন্দ্রমণির বিরুদ্ধে একাধিক অপরাধের মামলা রয়েছে। এর আগে অন্ধ্রপ্রদেশ পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি। তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, ওড়িশার বিভিন্ন জেলায় জাল নোটের চক্র চালাতেন চন্দ্রমণি। ওড়িশা ছাড়িয়ে এই চক্র আর কোন কোন রাজ্যে ছিল, তার খোঁজ চালাচ্ছে পুলিশ। ভদ্রক মহকুমার পুলিশ আধিকারিক বিচিত্রনন্দ শেট্টি জানিয়েছেন, এক ব্যক্তিকে গ্রেফতারের পর চন্দ্রমণির হদিস মেলে। তাঁর বাড়ি থেকে টাকা ছাপানোর একটি প্রিন্টার, রং এবং বেশ কয়েকটি জাল টাকার বান্ডিল উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, ৭ হাজার জাল নোট উদ্ধার হয়েছে।

জাল নোট উদ্ধারের ঘটনায় জাজপুর জুড়ে তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। আর কোথায় কোথায় এই চক্রের জাল বিস্তৃত, তা খতিয়ে দেখা হচ্ছে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা-ও খুঁজে দেখা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement