Farmer Protest

কৃষি আইন নিয়ে কৃষকরা শীর্ষ আদালতে, পাল্টা প্রচার করবে বিজেপি

নয়া কৃষি আইন নিয়ে দেশের মধ্যে নবকলেবরে প্রচার শুরু করতে চলেছে কেন্দ্রের শাসক দল বিজেপি।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২০ ১৭:২৮
Share:

তিনটি আইন নিয়েই তাদের বিরোধিতার কথা আদালতে জানিয়েছে এই সংগঠন।

নয়া কৃষি আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করল প্রতিবাদরত কৃষক সংগঠনগুলির বড় অংশীদার ভারতীয় কিসান ইউনিয়ন। শীর্ষ আদালতের কাছে তাদের দাবি, এই আইন বড় কর্পোরেটের সামনে কৃষকদের দুর্বল করে তুলবে। তিনটি আইন নিয়েই তাদের বিরোধিতার কথা আদালতে জানিয়েছে এই সংগঠন।

Advertisement

অন্য দিকে নয়া কৃষি আইন নিয়ে দেশের মধ্যে নবকলেবরে প্রচার শুরু করতে চলেছে কেন্দ্রের শাসক দল বিজেপি। আগামী বেশ কয়েকদিন ধরে বিজেপি সারা দেশে প্রায় ১০০ টির বেশি সাংবাদিক বৈঠক ও ৭০০-র বেশি কৃষক সভা করার পরিকল্পনা করেছে। সেখানে নতুন আইনের গুরুত্ব নিয়ে আলোচনা করা হবে। সাধারণ বিজেপি কর্মী-সমর্থকের পাশাপাশি এতে অংশ নেবেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে মন্ত্রীরাও।

এর আগে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্রসিংহ তোমর কৃষকদের ফের একবার আন্দোলন তুলে নেওয়ার আবেদন করেন। তিনি বলে অহং সরিয়ে রেখে সরকার আলোচনা করতে রাজি। কিন্তু সেই কথার তোয়াক্কা না করেই শুক্রবার আদালতের দ্বারস্থ হয়েছে কৃষক সংগঠন। তারা জানিয়েছে, নয়া আইনের ফলে কর্পোরেট পুঁজির সামনে পড়ে কৃষকরা দুর্বল হয়ে পড়বে। পাশাপাশি আন্দোলন জোরদার করারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে কৃষক সংগঠনের পক্ষ থেকে। কৃষকদের যৌথ মঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে, ডিসেম্বরের ১৪ তারিখ সারা দেশে নয়া কৃষি আইন নিয়ে বিক্ষোভ দেখাবেন কৃষকরা। তার আগে ১২ ডিসেম্বর দিল্লি-জয়পুর হাইওয়ে রুদ্ধ করে দেওয়া হবে।

Advertisement

আরও পড়ুন: ভেন্টিলেশন থেকে বার করা হল বুদ্ধদেবকে, কথা বলছেন, তপনবাবুর খোঁজ করলেন

ইতিমধ্যে কৃষকদের আন্দোলনে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে বলে মত প্রকাশ করেছিলেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী। তিনি বারবারই বলছেন, সরকার আলোচনায় রাজি, তবে কৃষকরা সম্পূর্ণ আইন প্রত্যাহার ছাড়া কথা এগতেই চাইছেন না। সরকার কৃষকদের পক্ষ থেকে ইতিবাচক বার্তা শোনার জন্য অপেক্ষা করে আছে।

আরও পড়ুন: মারাদোনাকে কবর খুঁড়ে বার করা হতে পারে, সম্পত্তির অধিকার নিয়ে জোর লড়াই শুরু হচ্ছে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন