Saroj Ghose

প্রয়াত বিজ্ঞান জাদুঘরের পুরোধা সরোজ ঘোষ

সরোজ এনসিএসএম-এর প্রতিষ্ঠাতা-পরিচালক ছিলেন। ১৯৭৯ থেকে ১৯৯৭ পর্যন্ত এই দায়িত্ব পালন করেন। ভারতের বিজ্ঞান কেন্দ্র ও জাদুঘরের বিস্তারেও তাঁর ভূমিকা স্মরণীয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মে ২০২৫ ০৭:২৭
Share:

সরোজ ঘোষ। —ফাইল চিত্র।

এ দেশের বিজ্ঞান সংযোগ ক্ষেত্রের অন‍্যতম পুরোধা তথা বিজ্ঞান জাদুঘর আন্দোলনের বিশিষ্ট মুখ সরোজ ঘোষ প্রয়াত হয়েছেন। বয়স হয়েছিল ৮৯ বছর। আমেরিকার সিয়‍্যাটলে শনিবার স্থানীয় সময় বেলা ১১টা ৩৫ মিনিটে তাঁর জীবনাবসান ঘটে। ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়মস (এনসিএসএম) সূত্রে এ খবর জানা গিয়েছে। তাঁর পরিবার সূত্রে জানা যায়, সরোজের ইচ্ছানুসারে, তাঁর দেহ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান গবেষণার কাজে দেওয়া হয়েছে।

সরোজ এনসিএসএম-এর প্রতিষ্ঠাতা-পরিচালক ছিলেন। ১৯৭৯ থেকে ১৯৯৭ পর্যন্ত এই দায়িত্ব পালন করেন। ভারতের বিজ্ঞান কেন্দ্র ও জাদুঘরের বিস্তারেও তাঁর ভূমিকা স্মরণীয়। সরোজ ভারত জুড়ে বিজ্ঞান জাদুঘরের একটি বিকেন্দ্রীকৃত মডেলের বাস্তবায়ন ঘটান, যা বিজ্ঞানকে বহু জনের কাছে সহজে পৌঁছে দিয়েছিল। কলকাতার সায়েন্স সিটি, দিল্লির ন্যাশনাল সায়েন্স সেন্টার এবং মুম্বইয়ের নেহরু সায়েন্স সেন্টারের মতো প্রতিষ্ঠানের রূপরেখা গড়ে তোলায় তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ।

‘পদ্মভূষণ’ সরোজ প্যারিসের ইন্টারন্যাশনাল কাউন্সিল অব মিউজিয়মস (আইসিওএম)-এরও সভাপতি ছিলেন। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী শিক্ষাবিদ। অবসরের পরেও দীর্ঘদিন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলিকে পরামর্শ দিয়েছেন জাদুঘর উন্নয়ন, ঐতিহ্য সংরক্ষণ এবং বিজ্ঞান সংযোগ কৌশল নিয়ে। এনসিএসএম থেকে অবসরের পরে কলকাতার টাউন হল মিউজিয়ম, দিল্লির পার্লামেন্ট মিউজিয়ম, রাষ্ট্রপতি ভবন মিউজিয়ম থেকে আমদাবাদের গুজরাত সায়েন্স সিটির বিকাশে সরোজের অবদান গুরুত্বপূর্ণ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন