Amroha Accident

দুই বাঙালি-সহ চার ডাক্তারি পড়ুয়ার মৃত্যু উত্তরপ্রদেশে! লরিতে ধাক্কা গাড়ির, মিলল মদের বোতল, চিপ্‌‌সের প্যাকেট

বুধবার রাতে আমরোহার রাজবপুর এলাকার আত্রাসির কাছে দিল্লি-লখনউ জাতীয় সড়কের উপর দুর্ঘটনাটি ঘটে। ওই সময় চার বন্ধু গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে গিয়ে ধাক্কা মারে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৫ ১০:১৫
Share:

দুর্ঘটনাস্থলের দৃশ্য। ছবি: সংগৃহীত।

গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল দুই বাঙালি-সহ চার ডাক্তারি পড়ুয়ার। বুধবার রাতে উত্তরপ্রদেশের আমরোহায় ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত চার পড়ুয়ার নাম অর্ণব চক্রবর্তী, আয়ুষ শর্মা, শ্রেষ্ঠ পাঞ্চোলি এবং সপ্তর্ষি দাস। ভেঙ্কটেশ্বর বিশ্ববিদ্যালয়ের এমবিবিএস পড়ুয়া ছিলেন তাঁরা।

Advertisement

বুধবার রাত ৯টা ৪৫ মিনিট নাগাদ আমরোহার রাজবপুর এলাকার আত্রাসির কাছে দিল্লি-লখনউ জাতীয় সড়কের উপর দুর্ঘটনাটি ঘটে। ওই সময় চার বন্ধু গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে গিয়ে ধাক্কা মারে। সংঘর্ষের অভিঘাতে দুমড়েমুচড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় চার জনের।

জানা গিয়েছে, মৃত অর্ণব উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ার বাসিন্দা ছিলেন। পূর্ব পাড়ায় বাড়ি ছিল তাঁর। ২০২০ সালে উত্তর প্রদেশের ওই বেসরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পড়তে যান অর্ণব। এমবিবিএস শেষ করার পর ইন্টার্নশিপ করছিলেন। ছেলের দুর্ঘটনার খবর পেয়ে বেলঘরিয়ায় অর্ণবের বাড়িতে নেমেছে শোকের ছায়া। পরিবার সূত্রে জানা গিয়েছে, আগামী ফেব্রুয়ারি মাসেই বাড়ি আসার কথা ছিল অর্ণবের। কিন্তু তার আগেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তাঁর।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ভেঙ্কটেশ্বর বিশ্ববিদ্যালয় থেকে মাত্র তিন কিলোমিটার দূরে দুর্ঘটনাটি ঘটে। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়েরা। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে দেহগুলি গাড়ি থেকে বার করে আনে পুলিশ। দেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়। পুলিশ সূত্রে খবর, গাড়িটি থেকে একাধিক মদের বোতল এবং চিপ্‌সের প্যাকেট উদ্ধার হয়েছে। ফলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন ওই পড়ুয়ারা। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছোন ভেঙ্কটেশ্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজীব ত্যাগী। মৃতদের পরিবারকে খবর দেওয়া হয়। ঠিক কী ভাবে ওই দুর্ঘটনা ঘটল, জানতে তদন্ত শুরু হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement