Thakurpukur Accident

বেপরোয়া বাসের পর পর ধাক্কা গাড়িতে! ঠাকুরপুকুরে পা কাটা গেল বাইক আরোহীর

বুধবার সকালে ঠাকুরপুকুরে ডায়মন্ড হারবার রোড এবং সখেরবাজার মেট্রোর কাছে ঘটনাটি ঘটে। একটি বেসরকারি বাস আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি এবং দু’টি মোটরসাইকেলে ধাক্কা মারে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৫ ২১:২৫
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক গাড়ি, বাইকে ধাক্কা মারল বেপরোয়া বাস! যার জেরে পা কাটা গেল এক বাইক আরোহীর। আহত হলেন আরও এক জন। বুধবার সকালে বেহালার ঠাকুরপুকুরে ঘটনাটি ঘটেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত বাসচালক পলাতক। তাঁর খোঁজ চলছে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে ঠাকুরপুকুরে ডায়মন্ড হারবার রোড এবং সখেরবাজার মেট্রোর কাছে ঘটনাটি ঘটে। একটি বেসরকারি বাস আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি এবং দু’টি মোটরসাইকেলে ধাক্কা মারে। মোটরসাইকেলের আরোহীরা বাসের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাঁদেরই মধ্যে এক জন ডিভাইডারের সঙ্গে ধাক্কা খান, তাঁর ডান পা হাঁটুর নীচ থেকে কেটে আলাদা হয়ে যায়।

জানা গিয়েছে, আহত ব্যক্তির নাম সুজিত খামারু। ৫৩ বছরের ওই ব্যক্তি বাঁকুড়ার বিষ্ণুপুরের বাসিন্দা। কর্মসূত্রে বেহালায় এসেছিলেন। গুরুতর জখম অবস্থায় সুজিতকে উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় বিদ্যাসাগর হাসপাতালে। পরে অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাঁকে মিন্টো পার্কের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, সেখানে ওই পা জোড়া লাগানোর চেষ্টাও করা হয়েছিল, কিন্তু পা’টির অবস্থা বেশ সঙ্গীণ হওয়ায় তা আর জোড়া লাগানো যায়নি। অন্য দিকে, দুর্ঘটনায় আর এক আহত ইমরান আলি মোল্লাকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। ৩৫ বছরের ইমরানও বিষ্ণুপুরের বাসিন্দা। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement