RBI

আরবিআইয়ের নয়া গভর্নর সম্পর্কে এগুলি জানতেন!

রিজার্ভ ব্যাঙ্কের নয়া গভর্নর সম্পর্কে এগুলি জানতেন কি?

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০১৮ ২১:৪৭
Share:

শক্তিকান্ত দাস।—ফাইল চিত্র।

রিজার্ভ ব্যাঙ্কের (আরবিআই) নতুন গভর্নর হলেন শক্তিকান্ত দাস। অর্থ দফতরের প্রাক্তন সচিব তিনি। পঞ্চদশ অর্থ কমিশনের সদস্যও ছিলেন। কেন্দ্রীয় ব্যাঙ্কের প্রধান হিসাবে মঙ্গলবার আগামী তিন বছরের জন্য তাঁর নিয়োগে সম্মতি দিয়েছে মন্ত্রিসভার নিয়োগ কমিটি। চলতি সপ্তাহে শুক্রবার আরবিআইয়ের গুরুত্বপূর্ণ বৈঠক। তার আগে শক্তিনাথ দাসের নিয়োগে শেয়ার বাজারের পক্ষে সুখবর বলে মত অর্থনৈতিক বিশেষজ্ঞদের। কিন্তু রিজার্ভ ব্যাঙ্কের নয়া গভর্নর সম্পর্কে এগুলি জানতেন কি?

Advertisement

২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত অর্থনৈতিক সচিব ছিলেনতিনি। নোটবন্দির সময় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। এই মুহূর্তে জি-২০ সম্মেলনে ভারত সরকারের প্রতিনিধি। অর্থনৈতিক সচিব থাকার সময় নোটবন্দির সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। সেসময় সরকারের হয়ে একাধিকবার বিবৃতি দিতে দেখা গিয়েছিল। পণ্য এবং পরিষেবা কর (জিএসটি) চালুতেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর।​

আরও পড়ুন: বিজেপির বড় ধাক্কা, রাহুলের হাসি চওড়া করল গোবলয়ের তিন রাজ্য​

Advertisement

আরও পড়ুন: প্রথম বড় সাফল্য, সভাপতিত্বের এক বছরেই লম্বা পথ পেরিয়ে এসে এক অন্য রাহুল​

১৯৮০ সালের তামিলনাড়ু ব্যাচের আইএএস অফিসার শক্তিকান্ত দাস। ২০১৪ সালের জুন মাসে কেন্দ্রীয় রাজস্ব দফতরের দায়িত্ব পান। দেশের অন্যতম অভিজ্ঞ আমলা তিনি। শাসকদল বিজেপি ছাড়াও কংগ্রেস নেতৃত্বাধীন ইউপি সরকারের আমলেও গুরুত্বপূর্ণ পদে ছিলেন। ২০১৫ সালের অক্টোবর মাসে আরবিআইয়ের সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টর পদে সরকারের প্রতিনিধি হিসাবে মনোনীত হয়েছিলেন শক্তিকান্ত দাস। তত্কালীন অর্থসচিব রাজীব মৈহর্ষির জায়গায় আসার কথা ছিল তাঁর। পরে অবশ্য মত পাল্টায় সরকার। তাঁর বদলে অতিরিক্ত সচিব অজয় ত্যাগীকে মনোনীত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন