কাশ্মীরে লড়াই চলবে, হুমকি মুক্ত হাফিজের

মুক্তি পাওয়ার দিনটি কেক কেটে উদ্‌যাপন করেন হাফিজ এবং তাঁর ঘনিষ্ঠরা। এ দিন জঙ্গি নেতার লাহৌরের বাড়ির সামনে জড়ো হয়ে উল্লাসে ফেটে পড়েন হাফিজের অনুগামীরা।

Advertisement

সংবাদ সংস্থা

ইসলামাবাদ শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০১৭ ০৩:৫৫
Share:

গৃহবন্দি দশা থেকে মুক্তির পরে লাহৌরের মসজিদে হাফিজ। ছবি: এএফপি।

গৃহবন্দি দশা থেকে মুক্তি পেয়েই কাশ্মীর নিয়ে হুঙ্কার দিলেন হাফিজ সইদ।

Advertisement

জামাত-উদ-দাওয়া প্রধান শুক্রবার হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘আমি কাশ্মীরিদের আজাদির জন্য লড়াই চালিয়ে যাব। তার জন্য সারা পাকিস্তানের মানুষকে একত্রিত করব। এবং কাশ্মীরিদের কাঙ্ক্ষিত আজাদি পেতে সাহায্য করব।’’

মুক্তি পাওয়ার দিনটি কেক কেটে উদ্‌যাপন করেন হাফিজ এবং তাঁর ঘনিষ্ঠরা। এ দিন জঙ্গি নেতার লাহৌরের বাড়ির সামনে জড়ো হয়ে উল্লাসে ফেটে পড়েন হাফিজের অনুগামীরা। জামাতের মুখপাত্র আহমেদ নাদিম জানিয়েছেন, নেতার মুক্তিতে তাঁরা খুবই খুশি। এই সমর্থকদের উদ্দেশে হাফিজ বলেন, ‘‘কাশ্মীরিদের হয়ে বলেছি। তাই কণ্ঠরোধ করার জন্যই আমাকে ১০ মাস গৃহবন্দি করে রাখা হয়েছিল।’’

Advertisement

এ দিন পানামা কেলেঙ্কারিতে গদিচ্যুত পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকেও ‘বিশ্বাসঘাতক’ বলে বর্ণনা করেছেন তিনি। জঙ্গি নেতার কথায়, ‘‘ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে গিয়ে কাশ্মীরিদের সঙ্গে শরিফ বিশ্বাসঘাতকতা করেছেন। এর শাস্তি হিসেবেই পাক প্রধানমন্ত্রীর পদ খুইয়েছেন শরিফ।

গত ৩১ জানুয়ারি মুম্বই হামলার মূল চক্রী হাফিজ এবং তাঁর চার সহযোগীকে সন্ত্রাস-বিরোধী আইনে গৃহবন্দি করেছিল পাকিস্তান সরকার। এর বিরুদ্ধে লাহৌর হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। সম্প্রতি হাফিজের চার সহযোগী মুক্তি পেয়েছেন। বুধবার হাফিজকে গৃহবন্দি থেকে মুক্তি দেয় হাইকোর্টের বিচারবিভাগীয় বোর্ড। বৃহস্পতিবার ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রভিশ কুমার অভিযোগ করেছেন, ‘‘রাষ্ট্রপুঞ্জের নিষিদ্ধ তালিকায় থাকা জঙ্গিদের দেশের মূলস্রোতে সামিল করার চেষ্টা করছে পাকিস্তান।’’

২৬/১১ হামলার চক্রী হাফিজ মুক্তি পাওয়ায় উদ্বিগ্ন আমেরিকাও। শুক্রবার মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র হেদার নওয়ার্ট এক বিবৃতি দিয়ে বলেছেন, ‘‘লস্কর নেতা হাফিজ সইদ মুক্তি পাওয়ায় আমেরিকা গভীর ভাবে উদ্বিগ্ন। হামলা চালিয়ে মার্কিন নাগরিক-সহ বহু নিরীহ মানুষকে হত্যা করেছে লস্কর ই তইবা।’’ হাফিজকে ফের গ্রেফতারের দাবিও জানিয়েছে আমেরিকা।

আমেরিকার এই সব দাবিকে অবশ্য পাত্তা দিতে নারাজ হাফিজ। মুক্তির আদেশ শোনার পরে কাল গৃহবন্দি অবস্থাতেই একটি ভিডিও বার্তায় তিনি বলেছিলেন, ‘‘আমার মুক্তির আদেশ পাকিস্তানের স্বাধীনতার জয়।’’ আর এ দিন মুক্ত হওয়ার পরে জঙ্গি নেতা বলেন, ‘‘আমেরিকার চাপেই পাকিস্তান সরকার আমাকে গৃহবন্দি করেছিল। আর এই চাপ দেওয়ার জন্য ভারত আমেরিকাকে অনুরোধ করেছিল।’’ মুম্বই হামলার মূল চক্রী হাফিজের বিরুদ্ধে বার বার সাক্ষ্যপ্রমাণ দিয়েছে ভারত। এ দিন নিজেকে নির্দোষ দাবি করে হাফিজ বলেন, ‘‘আমার বিরুদ্ধে কোনও অভিযোগই প্রমাণিত হয়নি। লাহৌর হাইকোর্টের রিভিউ বোর্ডের সিদ্ধান্তে ফের প্রমাণিত হল আমি নির্দোষ।’’

মুক্তি পাওয়ার পরে এ দিন জামাত উদ দাওয়ার সদর দফতরে যান হাফিজ। সেখানে শুক্রবারের প্রার্থনায় ভাষণও দেন। অভিযোগ করেন, ‘‘ভারতকে তুষ্ট করতে পাকিস্তান আন্তর্জাতিক প্রভুদের তুষ্ট করে চলছে।’’ ভারতীয় গোয়েন্দা সূত্রের খবর, ২৬/১১-র ন’বছরের পূর্তি উপলক্ষে পাক সেনা এবং আইএসআই-এর নির্দেশে পাক অধিকৃত কাশ্মীরে যাচ্ছেন হাফিজ। সেখানে নিয়ন্ত্রণ রেখায় জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রগুলি ঘুরে দেখবেন এই জঙ্গি নেতা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন