Bihar Assembly Election 2025

প্রথম দফার ভোটের মনোনয়ন শুরু বিহারে, প্রার্থী ঘোষণার পরেই পিকের দলে বিদ্রোহ! আরজেডি বিধায়ক বিজেপিতে

প্রথম দফায় ভোট হবে পটনা, দ্বারভাঙ্গা, মধেপুরা, সহরসা, মুজফ্‌ফরপুর, গোপালগঞ্জ, সিওয়ান, সারণ, বৈশালী, সমস্তিপুর, বেগুসরাই, লক্ষ্মীসরাই, মুঙ্গের, শেখপুরা, নালন্দা, বক্সার এবং ভোজপুর জেলার ১২১টি আসনে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৫ ১৪:১০
Share:

প্রাক্তন ভোটকুশলী তথা জন সুরাজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর। —ফাইল চিত্র।

নির্বাচন কমিশনের সূচি মেনেই বিহারে শুরু হল প্রথম দফায় ভোটের মনোনয়নপর্ব। শুক্রবার প্রথম দফার গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের পরেই শুরু হয় মনোনয়ন জমা নেওয়ার কাজ। ১৭ অক্টোবর পর্যন্ত প্রথম দফার ভোটের মনোনয়ন জমা দেওয়া যাবে।

Advertisement

মনোনয়নের পাশাপাশি রাজনৈতিক তৎপরতা, আসন সমঝোতা ঘিরে বৈঠক, দলবদলের পালাও চলছে মগধভূমে। প্রাক্তন ভোটকুশলী তথা জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা-প্রধান প্রশান্ত কিশোর (পিকে নামেই যিনি পরিচিত) বৃহস্পতিবার প্রথম দফায় ৫১টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছিলেন। তার পরেই শুক্রবার তাঁর দলের অন্দরে শুরু হয়েছে বিক্ষোভের পালা। পটনায় দলীয় দফতরে বিদ্রোহী নেতা-কর্মীদের বিক্ষোভের জেরে অশান্তি হয়েছে। অন্য দিকে, কৈমূর জেলার ভবুয়ার বিদায়ী আরজেডি বিধায়ক ভারত বিন্দ বিজেপিতে যোগদানের কথা ঘোষণা করেছেন।

নির্বাচন কমিশন গত ৬ অক্টোবর নির্ঘণ্ট ঘোষণা করে জানিয়েছে, এ বার বিহারের ২৪৩টি বিধানসভা আসনে দু’দফায় ভোট হবে। প্রথম দফার নির্বাচন হবে ৬ নভেম্বর। ওই দফায় ১২১টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। ১৭ অক্টোবর পর্যন্ত মনোনয়ন জমার পর তা পরীক্ষা হবে ১৮ অক্টোবর। প্রথম দফার ভোটের প্রার্থীরা নাম প্রত্যাহার করতে পারবেন ২০ অক্টোবর পর্যন্ত। প্রথম দফায় ভোটগ্রহণ হবে পটনা, দ্বারভাঙ্গা, মধেপুরা, সহরসা, মুজফ্‌ফরপুর, গোপালগঞ্জ, সিওয়ান, সারণ, বৈশালী, সমস্তিপুর, বেগুসরাই, লক্ষ্মীসরাই, মুঙ্গের, শেখপুরা, নালন্দা, বক্সার এবং ভোজপুর জেলায়।

Advertisement

দ্বিতীয় দফার ভোটগ্রহণ হবে ১১ নভেম্বর। দ্বিতীয় দফায় মোট ১২২টি আসনে ভোটগ্রহণ হবে। ওই দফার গেজেট বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ১৩ অক্টোবর। ২০ অক্টোবর পর্যন্ত মনোনয়ন জমা করা যাবে। ২৩ অক্টোবর পর্যন্ত প্রার্থীরা চাইলে নাম তুলে নিতে পারবেন। ভোটগণনা হবে ১৪ নভেম্বর। আসন ভাগাভাগি নিয়ে টানাপড়েনের মধ্যেই শুক্রবার পটনায় এসেছেন বিহারের ভোটের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা ধর্মেন্দ্র প্রধান। সূত্রের খবর, এনডিএ-র সহযোগী জেডিইউ-এর প্রধান নীতীশ কুমার, লোক জনশক্তি পার্টি-রামবিলাস সভাপতি চিরাগ পাসোয়ান, হিন্দুস্তানি আওয়াম মোর্চা (হাম) প্রতিষ্ঠাতা-প্রধান জিতনরাম মাঁঝী এবং রাষ্ট্রীয় লোক মোর্চার প্রতিষ্ঠাতা-প্রধান উপেন্দ্র কুশওয়াহার সঙ্গে বৈঠক করতে পারেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement