Pahalgam Terror Attack

জঙ্গি হামলার ছ’মাস পর আবার শুরু হল ছবির শুটিং! প্রাণ ফিরছে সবুজে ঘেরা পহেলগাঁওয়ে

২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়। তাঁদের মধ্যে প্রায় সকলেই ছিলেন পর্যটক। সেই হত্যাকাণ্ডের পর থেকে নিরাপত্তা সংক্রান্ত কারণে বন্ধ করে দেওয়া হয় পহেলগাঁওয়ের বহু পর্যটনস্থল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৫ ১৫:৫২
Share:

দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁও। — ফাইল চিত্র।

দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁও। গত এপ্রিল মাসে এখানেই জঙ্গিহানায় প্রাণ গিয়েছিল ২৬ জনের। এত দিনে একটু একটু করে চেনা ছন্দে ফেরার চেষ্টা করেছে বৈসরন উপত্যকার এই জনপ্রিয় পর্যটনকেন্দ্র। প্রায় ছ’মাস বন্ধ থাকার পর মঙ্গলবার ছবির শুটিংও শুরু হয়ে গেল সেখানে।

Advertisement

সংবাদ সংস্থা পিটিআই-এর একটি প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার থেকে পহেলগাঁওয়ে পুরোদমে শুটিং শুরু হয়ে গিয়েছে একটি তেলুগু ছবির। কমেডি ধারার এই সিনেমাটি পরিচালনা করছেন বিমল কৃষ্ণ, যিনি অতীতে ‘জেসি’ এবং ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’-এর মতো ছবি তৈরি করে শিরোনামে এসেছিলেন। বিমলই জানালেন, এখন পর্যটকদের জন্য কাশ্মীর সম্পূর্ণ নিরাপদ। তাই সিনেমার শুটিং করতেও আর বাধা নেই। বিমল বলেন, ‘‘এর জন্য আমি প্রতিটি কাশ্মীরিকে ধন্যবাদ জানাতে চাই। পহেলগাঁওকাণ্ডের পর আমরাই প্রথম এখানে শুটিংয়ের জন্য এলাম। আমি হলফ করে বলতে পারি এটি ১০০ শতাংশ নিরাপদ। আমাদের এখানে কোনও অসুবিধা হচ্ছে না। আশা রাখি আগামী দিনে আরও পর্যটক নির্ভয়ে এখানে আসবেন।’’

পিটিআই-কে বিমল জানিয়েছেন, তিনি নিজের ছবির শুটিংয়ের জন্য একটি মনোরম জায়গা খুঁজছিলেন। অনেক খোঁজাখুঁজির পর শেষমেশ কাশ্মীরের পহেলগাঁওকে বেছে নিয়েছেন তিনি। চলচ্চিত্র নির্মাতার কথায়, ‘‘জায়গা খুঁজতে খুঁজতে হঠাৎ মনে হল, কাশ্মীর কেন নয়? এখন তো এটি সম্পূর্ণ নিরাপদ। আমরা জুলাই মাসে এলাকা পরিদর্শনের জন্য আসি। তখন কোনও সমস্যা তো হয়ইনি, বরং সরকার, নিরাপত্তাবাহিনী এবং বিশেষত স্থানীয়েরা আমাদের সঙ্গে খুব ভাল আচরণ করেছেন। ওই ক’দিনে আমরা তাঁদের পরিবারের সদস্যদের মতো হয়ে গিয়েছিলাম।’’ এর পরেই পহেলগাঁওয়ে ছবির শুটিং করবেন বলে মনস্থির করে ফেলেন বিমল। এখানকার শুটিং পর্ব শেষ করে তাঁরা যাবেন শ্রীনগরে। বাকি ছবির শুটিং সেখানে হবে।

Advertisement

চলতি বছরের ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়। তাঁদের মধ্যে প্রায় সকলেই ছিলেন পর্যটক। সেই হত্যাকাণ্ডের পর থেকে নিরাপত্তা সংক্রান্ত কারণে বন্ধ করে দেওয়া হয় পহেলগাঁওয়ের বহু পর্যটনস্থল। গত সেপ্টেম্বর মাসে সেগুলি ফের খুলে দেওয়া হয়েছে। আরু ভ্যালি, র‌্যাফটিং পয়েন্ট ইয়ান্নের, আক্কাদ পার্ক, পাদশাহি পার্ক, কামান পোস্ট, দাগন টপ, রামবন, রিয়াসি-সহ বহু জনপ্রিয় এলাকায় ফের ভিড় জমাতে শুরু করেছেন পর্যটকেরা। সেই আবহে এ বার পহেলগাঁওয়ে নতুন করে শুরু হল ছবির শুটিং।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement