Train Accident in UP

হাওড়ামুখী কালকা মেলের ধাক্কা, উত্তরপ্রদেশের মির্জাপুরে কয়েক জনের মৃত্যুর আশঙ্কা, রেললাইন পেরোতে গিয়ে দুর্ঘটনা

রেললাইন পার হওয়ার সময় মর্মান্তিক দুর্ঘটনা! রেললাইন ধরে হাঁটতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল বেশ কয়েক জন যাত্রীর। বুধবার সকালে উত্তরপ্রদেশের মির্জ়াপুরে ঘটনাটি ঘটেছে। ঘটনায় অন্তত চার জনের মৃত্যু হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে দাবি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৫ ১০:৫০
Share:

মির্জ়াপুরে ট্রেনের ধাক্কায় মৃত্যু পুণ্যার্থীদের। ছবি: এক্স।

রেললাইন পার হওয়ার সময় মর্মান্তিক দুর্ঘটনা! রেললাইন ধরে হাঁটতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল বেশ কয়েক জন যাত্রীর। বুধবার সকালে উত্তরপ্রদেশের মির্জ়াপুরে ঘটনাটি ঘটেছে। ঘটনায় অন্তত চার জনের মৃত্যু হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে দাবি। হতাহতের বিষয়ে এখনও সরকারি ভাবে কিছু জানা যায়নি। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisement

জানা গিয়েছে, বুধবার সকালে গঙ্গাস্নানের পর চোপান থেকে বারাণসী যাচ্ছিলেন একদল পুণ্যার্থী। চুনার স্টেশনে গোমহ-প্রয়াগরাজ এক্সপ্রেস থেকে নেমে তাঁরা রেললাইন পেরোনোর চেষ্টা করেন। সে সময় তিন নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন ওই লাইনে দ্রুতগতিতে ছুটে আসছিল কালকা-হাওড়া নেতাজি এক্সপ্রেস। কিছু বুঝে ওঠার আগেই ট্রেনটি তাঁদের ধাক্কা মেরে চলে যায়। ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন হয়ে যায় পুণ্যার্থীদের দেহ।

ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। খবর পেয়েই স্থানীয় কর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন তিনি। তাঁদের দ্রুত ঘটনাস্থলে পৌঁছোনোর নির্দেশও দিয়েছেন। আপাতত মৃতদের দেহগুলি উদ্ধারের চেষ্টা চলছে।

Advertisement

প্রসঙ্গত, মঙ্গলবার বিকেলেই ছত্তীসগঢ়ের বিলাসপুরে যাত্রিবাহী ট্রেনের সঙ্গে মালগাড়ির সংঘর্ষে ১১ জনের মৃত্যু হয়। আহত হন অন্তত ২০ জন। ইতিমধ্যে মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছে ছত্তীসগঢ়ের বিষ্ণু দেও সাইয়ের সরকার। যাঁরা আহত হয়েছেন, তাঁদেরকেও ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। সেই ঘটনার পরদিনই ফের ট্রেন দুর্ঘটনা ঘটল দেশের আর এক রাজ্যে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement