Final Rites Kit

অন্তিম ক্রিয়ার জন্য কিট আনল মুম্বইয়ের সংস্থা

‘সর্বপূজা’ নামে মুম্বইয়ের এক সংস্থা অন্তিম যাত্রার উপাচারের জন্য আনল বিশেষ ধরনের কিট।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০১৮ ২০:২৫
Share:

এই সেই কিট, যার মধ্যে আছে অন্তিম যাত্রার সমস্ত সামগ্রী। ছবি এএফপির সৌজন্যে।

হিন্দু ধর্মে শব দাহ করার আগে শ্মশানে পালন করা হয় কিছু রীতি নীতি। সেই রীতি পালনের জন্য যে সব দ্রব্যের দরকার হয় তা জোগাড় করাও কম ঝামেলার নয়। কিন্তু ‘সর্বপূজা’ নামে এক সংস্থার সৌজন্যে সেই ঝামেলায় পড়তে চলেছে ইতি। অনলাইনে অর্ডার দিলে এ বার থেকে আপনার বাড়িতে পৌঁছে যাবে দাহের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র।

Advertisement

ছোট পরিবারে বাস করতেই এখন সকলে অভ্যস্ত। পরিবারের কেউ মারা গেলে তাকে শ্মশানে নিয়ে যেতে হবে। জোগাড় করতে হবে অন্তিম কর্মের জন্য প্রয়োজনীয় জিনিসও। কিন্তু লোকবল না থাকলে এই সব কাজ একা হাতে করা যে কত ঝামেলার, তা যে করেছে সেই জানে।

‘সর্বপূজা’ নামে মুম্বইয়ের এক সংস্থা অন্তিম যাত্রার উপাচারের জন্য আনল বিশেষ ধরনের কিট। সেই কিটে থাকবে শব বহনের খাট, মাটির সড়া, ধূপকাঠি, গোবর-গোমূত্র, তিল, চন্দনের মতো প্রয়োজনীয় ৩৮ টি জিনিস।

Advertisement

তৈরি হচ্ছে শবদেহ বহনের খাট। ছবি এএফপির সৌজন্যে।

সংস্থার প্রতিষ্ঠাতা নীতেশ মেহতা জানিয়েছেন, ‘‘গত বছর থেকে আমরা এই কিটের বিক্রি শুরু করি। তখন থেকে প্রায় ২,০০০ কিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে।’’ এই কিট বিক্রির জন্য কিছু অনলাইন সংস্থাও আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছেন তিনি।

এই সকল সামগ্রী থাকবে ‘সর্বপূজা’ কিটের ভিতরে

আরও পড়ুন: মোদীর আমলে কিছুই হয়নি, দায়িত্ব নিয়েই একান্ত সাক্ষাৎকারে বললেন আজহার

আরও পড়ুন: ভগৎ সিংহ সন্ত্রাসবাদী! অধ্যাপকের মন্তব্য ঘিরে উত্তাল জম্মু বিশ্ববিদ্যালয়

(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরাবাংলা খবরপেতে পড়ুন আমাদেরদেশবিভাগ।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement