আইআইপিএম কাণ্ড

ইন্ডিয়ান ইনস্টিটিউট অব প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট (আইআইপিএম)-এর প্রতিষ্ঠাতা অরিন্দম চৌধুরীর বিরুদ্ধে এফআইআর দায়ের করল দিল্লি পুলিশ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-র অভিযোগের ভিত্তিতেই মঙ্গলবার অরিন্দম এবং তাঁর বাবা মালবেন্দ্রকিশোর চৌধুরীর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ মে ২০১৫ ০২:৫১
Share:

ইন্ডিয়ান ইনস্টিটিউট অব প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট (আইআইপিএম)-এর প্রতিষ্ঠাতা অরিন্দম চৌধুরীর বিরুদ্ধে এফআইআর দায়ের করল দিল্লি পুলিশ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-র অভিযোগের ভিত্তিতেই মঙ্গলবার অরিন্দম এবং তাঁর বাবা মালবেন্দ্রকিশোর চৌধুরীর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে, ইউজিসি অভিযোগ করেছে, আইআইপিএম তাদের ছাত্রদের সঙ্গে প্রতারণা করেছে। পড়ুয়াদের বিভ্রান্ত করেছে এবং বোকা বানিয়েছে। কারণ এই সংস্থা কোনও রকম নিয়ন্ত্রক সংস্থার দ্বারা স্বীকৃত নয়। এক পুলিশকর্তা বলেন, ‘‘আইআইপিএম-এর ডিন অরিন্দম এবং ডিরেক্টর মালবেন্দ্রর বিরুদ্ধে ৪২০ ধারায় এফআইআর দায়ের করা হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন