সাংসদদের বিডি মার্গের এই আবাসনে আগুন লেগেছিল। ছবি: সংগৃহীত।
প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এল দিল্লির বিডি মার্গের সাংসদদের আবাসনের আগুন। ঘটনাস্থলে দমকলের ১৪টি ইঞ্জিন গিয়ে আগুন নেবানোর কাজ করে। জানা গিয়েছে, শনিবার দুপুর ১টা ২০ মিনিটে আগুন লাগে বিডি মার্গের ব্রহ্মপুত্র আবাসনে। এই আবাসনে রাজ্যসভার বহু সাংসদ থাকেন। আগুন লাগার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন আবাসনের বাসিন্দারা। দ্রুত আবাসনটি খালি করানো হয়। এই ঘটনায় কেউ হতাহত হননি বলে দমকল সূত্রে খবর।
সংবাদ সংস্থা পিটিআইকে দমকল আধিকারিকেরা জানিয়েছেন, দুপুর ২টো ১০ মিনিট নাগাদ আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসে। গৃহস্থালির কোনও জিনিস থেকে এই আগুন ছড়িয়েছে বলে অনুমান করা হচ্ছে। দিল্লি দমকল বিভাগের এডিও ভূপেন্দ্র সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘‘দুপুর ১টা ২২ মিনিটে আমরা আগুন লাগার খবর পাই। সঙ্গে সঙ্গে ১৪টি ইঞ্জিন সেখানে পাঠানো হয়। আবাসনের নীচের তলায় আগুন লেগেছিল। সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের তীব্রতা বেশি থাকায় উপরের তলাও কিছু অংশে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি। কেউ হতাহত হননি।’’
সংসদ ভবন থেকে ২০০ মিটার দূরে রয়েছে এই আবাসনটি। ২০২০ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বহুতলটির উদ্বোধন করেন। তৃণমূল সাংসদ সাকেত গোখেল আগুন লাগার ঘটনাটি সম্পর্কে এক্স হ্যান্ডলে জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘‘দিল্লির বিডি মার্গের ব্রহ্মপুত্র অ্যাপার্টমেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ড। এই বহুতলে রাজ্যসভার সাংসদেরা থাকেন। সংসদ ভবন থেকে ২০০ মিটার দূরে এই অ্যাপার্টমেন্ট।’’ তিনি আরও লেখেন, ‘‘আধ ঘণ্টা হয়ে গেল দমকলের দেখা নেই। আগুন বাড়ছে। বার বার দমকলকে ফোন করা হচ্ছে।’’ দিল্লি সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।