মুম্বইয়ের একটি বিগ বাজারে আগুন লাগে। ছটি টুইটার থেকে নেওয়া।
মুম্বইয়ের একটি বিগ বাজারে আগুন লাগল। সোমবার সন্ধ্যা নাগাদ আগুন লাগে। সেই সময় বিগ বাজারে ভালই ভিড় ছিল। কিন্তু আগুন লাগার সঙ্গে সঙ্গেই সব কর্মী ও ক্রেতাদের দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয়। হতাহতের কোনও খবর নেই।
সপ্তাহের প্রথম দিনে সন্ধ্যে ৫টা ৭ মিনিট নাগাদ আগুন লাগে পশ্চিম মতুঙ্গার বিগ বাজারে। আগুন লাগার খবর পেতেই দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। পৌঁছে যায় ক্যুইক রেসপন্স টিমের গাড়ি, একটি অ্যাম্বুলেন্স। সঙ্গে সঙ্গে কয়েকজন দমকল কর্মী মলের যেখানে আগুন লেগেছে সেখানে পৌঁছে যান। আগুন বিগ বাজারের গোডাউনে লাগে বলে জানা গিয়েছে।
আগুন লাগার সময় বিগ বাজারের ভেতরে যাঁরা ছিলেন তাঁদের সুরক্ষিত ভাবেই বের করে আনা সম্ভব হয়েছে। আগুন বা হুড়োহুড়িতে কেউ আহত হননি। আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন দমকল আধিকারিকরা।
আরও পড়ুন : দিল্লির রাসায়নিক কারখানায় আগুন, ঘটনাস্থলে ৩০ ইঞ্জিন
এক্সাইড মোড়ের বহুতলে ভয়াবহ আগুন, ভেঙে পড়ল একাংশ
বাইরে থেকেই কালো ধোঁয়া বেরতে দেখা যায়। কয়েকজন তাঁদের টুইটার হ্যান্ডলে সেই আগুনের ছবি পোস্ট করেছেন।