fire

শ্রীনগরের হোটেলে বিধ্বংসী আগুন, ক্ষয়ক্ষতির খবর নেই এখনও

শ্রীনগরের হোটেলে ভয়াবহ আগুন।ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৮ ১৫:১৫
Share:

জ্বলছে শ্রীনগরের হোটেল। ছবি সৌজন্যে টুইটার।

শ্রীনগরের হোটেলে বিধ্বংসী আগুন। শনিবার দুপুর ২টো নাগাদ শ্রীনগরের পাম্পোশ হোটেলে আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। সংবাদ সংস্থা সূত্রের খবর, হোটেলের উপরের তলাটি আগুন লেগে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

Advertisement

ছয় তলার এই হোটেলে বেশ কয়েকটি বেসরকারি সংস্থার অফিস রয়েছে। এমনকি শ্রীনগরের বেশ কয়েকটি বেসরকারি খবরের চ্যানেলের অফিসও রয়েছে এখানে। শ্রীনগরের রিগাল চকের কাছে এই হোটেলেটি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত।

আগুনের খবর পাওয়ার পরই আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

Advertisement

দেখুন সেই বিধ্বংসী আগুনের ভিডিয়ো:

ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। তবে আগুন লাগার ঘটনায় কোনও হতাহতের খবর নেই। দমকল কর্মীরা হোটেলের ভিতরে কেউ আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখছেন।

আরও পড়ুন: ভোপালে সরকার অনুমোদিত হোমে আবাসিকদের ধর্ষণ, খুন! গ্রেফতার প্রাক্তন সেনা আধিকারিক​

হোটেল চত্বর ফাঁকা করে দেওয়া হয়েছে। দুপুর তিনটে পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। আগুন লাগার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি।

কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাত থেকে মণিপুর - দেশের সব রাজ্যের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement