Connaught Place

দিল্লির হোটেলে আগুন, ঘণ্টা দুয়েকের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনল দমকলের ১৩টি ইঞ্জিন

প্রথমে ৬টি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে গেলেও কনট প্লেসের আগুন নেভানো সম্ভব হয়নি। পরে আরও ৭টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। সকাল ১১টা নাগাদ পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনে দমকলবাহিনী।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৩ ১৩:৫৯
Share:

কনট প্লেসের একটি হোটেলের দোতলায় রেস্তরাঁয় আগুন লাগে। ছবি: সংগৃহীত।

সাতসকালে দিল্লির কনট প্লেসের হোটেলে অগ্নিকাণ্ড। শনিবার সকালে ওই হোটেলের দোতলায় আগুন লাগে। ঘণ্টা দুয়েকের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দমকলের ১৩টি ইঞ্জিন। এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। কী কারণে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে দমকল সূত্রে খবর।

Advertisement

দিল্লি দমকলের ডিভিশনাল ফায়ার অফিসার রাজেন্দ্র অটওয়াল জানিয়েছেন, শনিবার সকাল ৮টা ৫২ মিনিটে কনট প্লেসের সান সিটি হোটেলে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন দমকলকর্মীরা। ওই হোটেলের দোতলায় একটি রেস্তরাঁয় আগুন ধরেছিল। প্রথমে ৬টি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন তাঁরা। তবে তাতে আগুন নেভানো সম্ভব হয়নি। পরে আরও ৭টি ইঞ্জিন ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। সকাল প্রায় ১১টা নাগাদ পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনে দমকলবাহিনী। এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি বলে জানিয়েছেন তিনি।

সংবাদ সংস্থা সূত্রে খবর, সপ্তাহান্ত হওয়ায় কনট প্লেসের মতো ব্যস্ত এলাকায় বেশির ভাগ অফিস বন্ধ ছিল। ফলে অন্যান্য দিনের তুলনায় শনিবার সকালে ভিড় কম ছিল। দোকান-বাজারগুলি সবে খোলা শুরু হয়েছিল। এই অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন