Thane Warehouse Fire

ঠাণের কাপড়ের গুদামে অগ্নিকাণ্ড, চলছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ

পিটিআই সূত্রে খবর, মঙ্গলবার রাত প্রায় ৮টা নাগাদ ওই গুদাম থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা।

Advertisement
শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৫ ০০:১৩
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

ঠাণের কাপড়ের গুদামে আগুন। ঘটনাস্থলে দমকলের দু’টি ইঞ্জিন। এলাকায় চাঞ্চল্য। এই ঘটনায় এখনও কেউ আহত হওয়ার কোনও খবর পাওয়া যায়নি।

Advertisement

পিটিআই সূত্রে খবর, মঙ্গলবার রাত প্রায় ৮টা নাগাদ ওই গুদাম থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে ভিওয়ান্ডি নিজ়ামপুর পুরসভার দমকলে খবর দেওয়া হলে, দু’টি ইঞ্জিন এসে প্রাথমিক ভাবে আগুন নেভানোর কাজে হাত লাগায়। এ ছাড়াও জলের সরবরাহ বহাল রাখার জন্য ঠাণে পুরসভা দুর্ঘটনাস্থলে একটি ট্যাঙ্কার পাঠায় বলে জানা গিয়েছে। তারপর প্রতিবেশী কল্যাণ এবং উল্লাসনগর পুরসভার দমকলের কাছেও সাহায্যের আর্জি জানায় বিএনএমসি। সংবাদ সংস্থা জানিয়েছে যে, দু’টি দমকলের চেষ্টায় বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

কী ভাবে এই আগুন লাগল তাঁর তদন্তে নেমেছেন দমকল কর্তৃপক্ষ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement