সংসদ লাগোয়া অ্যানেক্স ভবনে আগুন লাগে রবিবার দুপুরে। ভবনের দোতলার স্টোর থেকেই আগুন ছড়ায় বলে খবর। আগুন নেভাতে দমকলের ১৩টি ইঞ্জিন আসে। ২৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক তদন্তে অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। কোনও ক্ষয়ক্ষতির খবর নেই। আগুন লাগার সময়ে ওই ভবনের অন্য তলায় জেডিইউ-এর জাতীয় প্রতিনিধিদের বৈঠক চলছিল। বৈঠক নির্বিঘ্নেই শেষ হয়।