Child Fell into Well

আবার রাজস্থান! ১০০ ফুট কুয়োয় পড়ে গেল পাঁচ বছরের শিশু! দু’ঘণ্টা পর দেহ উদ্ধার

পুলিশ সূত্রে খবর, বাড়ির কাছেই একটি কুয়ো রয়েছে। বাড়ির বাইরে খলেছিল শিশুটি। কিছু ক্ষণ পর তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন তার বাবা-মা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫৬
Share:

কুয়ো থেকে শিশুর দেহ উদ্ধার। প্রতীকী ছবি।

মধ্যপ্রদেশের পর এ বার রাজস্থান। ১০ ফুট গভীর কুয়োর পড়ে মৃত্যু হল পাঁচ বছরের শিশুর। শুক্রবার ঘটনাটি ঘটেছে সিরোহী জেলার গ্রামে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, বাড়ির কাছেই একটি কুয়ো রয়েছে। বাড়ির বাইরে খলেছিল শিশুটি। কিছু ক্ষণ পর তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন তার বাবা-মা। প্রতিবেশীরাও খোঁজাখুঁজি করতে থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জেলা প্রশাসনের আধিকারিকরা। উদ্ধারকারী দলও নিয়ে আসা হয়। সন্দেহের বশে কুয়োয় নেমে শিশুটির খোঁজ চালানো হয়। তখনই তার দেহ উদ্ধার হয় সেখান থেকে।

দু’ঘণ্টা ধরে উদ্ধারকাজ চালানো হয়। শিশুটিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। গত মাসেই মধ্যপ্রদেশের রাজগড়ে দুই কিশোর কুয়োয় পড়ে গিয়েছিল। পরে তাদের দেহ উদ্ধার হয়। রাজস্থানেও তিন বছরের এক শিশুর কুয়োয় পড়ে মৃত্যু হয় জানুয়ারিতে। ১০ দিন পর তাকে উদ্ধার করা হয়েছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement