হাইলাকান্দির বন্যাকবলিত এলাকায় ত্রাণ না পেয়ে দুর্ভোগের মুখে পড়েছেন সাধারণ মানুষ। আলগাপুরে কয়েক হাজার মানুষ গৃহহীন। বক্রিহাওর, কালীনগরের কয়েকটি গ্রাম জলমগ্ন। জলে ডুবেছে বোরো ধানের জমিও। কয়েক হাজার মানুষ ঘর ছেড়ে নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছেন। অভিযোগ, তাঁদের সাহায্যে প্রশাসন এগিয়ে আসেনি। ক্ষোভ জানিয়েছে বরাক উন্নয়ন পরিষদ। পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি এম হিবজুর রহমান অভিযোগ তোলেন, কয়েক হাজার মানুষ গৃহহীন হলেও প্রশাসন নজর দিচ্ছে না।