Waterlogging Situation in Bengaluru

জলমগ্ন বেঙ্গালুরু, বিপর্যস্ত ট্র্যাফিক ব্যবস্থা, দেওয়াল চাপা পড়ে মৃত্যু এক মহিলার!

টানা বৃষ্টির জেরে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। বিঘ্ন হয়েছে যান চলাচলও। শহরের বিভিন্ন জায়গায় ট্র্যাফিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মে ২০২৫ ১৫:১৩
Share:

জলমগ্ন বেঙ্গালুরুতে চলছে উদ্ধারকাজ। ছবি: পিটিআই।

ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত বেঙ্গালুরু। বিভিন্ন জায়গা জলমগ্ন। শহরের রাস্তাঘাটে জল থই থই করছে। অনেকেই বাড়িতে বন্দি! শুধু অলিগলি নয়, শহরের বড় বড় রাস্তাও জলের তলায়। কর্নাটকের কংগ্রেস সরকার পরিস্থিতি সামাল দিতে নানা পন্থা নিচ্ছে। তবে এখনও পরিস্থিতি স্বাভাবিক নয়। বেঙ্গালুরুর এই পরিস্থিতির জন্য কংগ্রেস সরকারকেই দায়ী করছে বিজেপি। কটাক্ষ, ‘‘ভেনিসে পরিণত হয়েছে বেঙ্গালুরু!’’

Advertisement

শনিবার বিকেল থেকেই বেঙ্গালুরু এবং তার পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। সময় যত গড়িয়েছে, বৃষ্টির পরিমাণও বেড়েছে। শহরের দিকে দিকে জল জমতে শুরু করে। কোথাও হাঁটু সমান জল, তো কোথাও আবার জল কোমর ছুঁইছুঁই। বিপদ এড়াতে কিছু জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নও করে রাখা হয়েছে। জানানো হয়েছে, যত ক্ষণ পর্যন্ত না জল নামছে, তত ক্ষণ বিদ্যুৎ সংযোগ দেওয়া যাবে না।

রবিবার সকালেও বৃষ্টির ছবি পাল্টায়নি। টানা বৃষ্টির জেরে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। বিঘ্ন হয়েছে যান চলাচলও। শহরের বিভিন্ন জায়গায় ট্র্যাফিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যেই বেশ কিছু পরিবারকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছেন কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। তিনি জানিয়েছেন, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার জন্য যুদ্ধকালীন ব্যবস্থাও নেওয়া হচ্ছে। এখন প্রশাসনে প্রথম কাজই বন্যা পরিস্থিতি মোকাবিলা করা। ভবিষ্যতে যাতে এমন না হয়, তার স্থায়ী সমাধান খোঁজার কাজও চলছে।

Advertisement

শুধু রাস্তাঘাট নয়, শহরের বিভিন্ন মেট্রো স্টেশনেও জল ঢুকে পড়েছে। ফলে মেট্রো পরিষেবাও বিঘ্নিত। কাজে বেরিয়ে সমস্যায় পড়েছেন অনেকে। পূর্ব বেঙ্গালুরুতে একটি বাড়ির দেওয়াল ভেঙে চাপা পড়ে মৃত্যুও হয়েছে এক মহিলার। মৃতের নাম শশিকলা (৩৫)। তিনি একটি বেসরকারি কোম্পানিতে পরিচারিকার কাজ করেন। সোমবার সকালে কাজে বেরিয়ে দুর্ঘটনার কবলে পড়েন। এলাকারই একটি বাড়ি দেওয়াল ভেঙে পড়ে তাঁর উপর। ধ্বংসস্তূপে চাপা পড়ে যান তিনি। তাঁকে ওই অবস্থা থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

বেঙ্গালুরুর জলমগ্ন পরিস্থিতিকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। কংগ্রেস সরকারকে ক্রমাগত আক্রমণ শানাচ্ছে বিরোধীরা। বিজেপি নেতা অমিত মালবীয় জলমগ্ন বেঙ্গালুরুর বেশ কয়েকটি টুকরো টুকরো ছবি পোস্ট করে জানান, মাত্র কয়েক পশলার বৃষ্টিতেই শহর ভেনিসে পরিণত হয়েছে। কংগ্রেস সরকারের উদাসীনতাই এর জন্য দায়ী। মুখ্যমন্ত্রী বা উপমুখ্যমন্ত্রীর কোনও পরিকল্পনাই নেই বেঙ্গালুরু নিয়ে।

বেঙ্গালুরু-সহ বেশ কয়েকটি এলাকায় আগামী কয়েক দিন বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। উত্তর কন্নড়, উডুপি, বেলাগাভির কয়েকটি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে মৌসম ভবন। তা ছাড়া কর্নাটকের অন্যান্য জায়গাগুলিতেও আগামী কয়েক দিন ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement