Mango Export to US

বড়সড় ক্ষতির মুখে আম রফতানি! ভারত থেকে পাঠানো বিপুল পরিমাণ আম বিমানবন্দর থেকেই ফেরাল আমেরিকা

চলতি মাসে লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো, আটলান্টার মতো আমেরিকার বিভিন্ন বিমানবন্দরে ভারতের পাঠানো অন্তত ১৫টি আমের ‘শিপমেন্ট’ বাতিল করে দেওয়া হয়েছে। অন্য দিকে, ওই আম দেশে ফিরিয়ে আনতে যে পরিমাণ মাশুল গুনতে হবে, সে কথা ভেবে আমগুলি আমেরিকাতেই ফেলে আসার কথা ভাবছেন রফতানিকারকেরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মে ২০২৫ ১৩:০৬
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

বড়সড় ক্ষতির মুখে পড়ল ভারতের আম রফতানি। সম্প্রতি ভারত থেকে পাঠানো বিপুল পরিমাণ আম বিমানবন্দর থেকেই ফেরত পাঠিয়ে দিয়েছে আমেরিকা। ফলে প্রচুর পরিমাণে আম নষ্ট হওয়ার পাশাপাশি মোটা অঙ্কের ক্ষতির মুখোমুখি আম রফতানিকারকেরা।

Advertisement

সংবাদমাধ্যম ইকোনমিক টাইম্‌সের একটি প্রতিবেদনে উল্লেখ, চলতি মাসে লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো, আটলান্টার মতো আমেরিকার বিভিন্ন বিমানবন্দরে ভারতের পাঠানো অন্তত ১৫টি আমের ‘শিপমেন্ট’ বাতিল করে দেওয়া হয়েছে। অন্য দিকে, ওই আম দেশে ফিরিয়ে আনতে যে পরিমাণ মাশুল গুনতে হবে, সে কথা ভেবে আমগুলি আমেরিকাতেই ফেলে আসার কথা ভাবছেন রফতানিকারকেরা। যদিও এই ১৫ দফায় পাঠানো শিপমেন্টে কত পরিমাণে আম রফতানি করা হয়েছিল, তা স্পষ্ট জানা যায়নি। তবে মনে করা হচ্ছে, এর জেরে প্রায় ৫ লক্ষ মার্কিন ডলার ক্ষতি হতে চলেছে দেশের আম ব্যবসায়ীদের, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৪ কোটি ২৭ লক্ষ ২০ হাজার টাকার কাছাকাছি।

বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, রফতানির আগে গত ৮ ও ৯ মে মুম্বই থেকে আম রফতানির যাবতীয় প্রয়োজনীয় কাগজপত্রের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছিল। তবে অভিযোগ, রফতানি সংক্রান্ত সে সব কাগজপত্রে অসঙ্গতি রয়েছে। সে কারণেই এই বিপুল পরিমাণ আম ফিরিয়ে দিয়েছে আমেরিকা। প্রসঙ্গত, ভারতে উৎপাদিত আম রফতানির জন্য সবচেয়ে বড় বাজার আমেরিকা। যেহেতু আম দ্রুত পচনশীল, তাই সাধারণত বিমানে করেই ভারত থেকে আমেরিকায় আম পাঠানো হয়। ফলে আমের রফতানির খরচও বিপুল। তাই ওই আম দেশে ফিরিয়ে আনার চেয়ে বাধ্য হয়ে আমেরিকাতেই বিনষ্ট করে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সব কারণে কার্যত মাথায় হাত পড়েছে আম রফতানিকারকদের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement