ছবি: পিটিআই
অসমের প্রায় সব নদীর জল দ্রুত বাড়ছে। গুয়াহাটিতেও বিপদসীমা ছাড়িয়েছে ব্রহ্মপুত্র। রাজ্যের ১৮টি জেলায় দুই সহস্রাধিক গ্রামের মানুষ বন্যাকবলিত। প্রাণ বাঁচাতে উঁচু জমির খোঁজে কাজিরাঙার বন্যপ্রাণীরা। সব চেয়ে শোচনীয় অবস্থা মাজুলির। রাজ্যে বন্যা কবলিতের সংখ্যা প্রায় সাড়ে ১২ লক্ষ। ২২০টি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন ৮৮ হাজার ১৩৩ জন। ছবিটি গুয়াহাটির কাছে বুড়হাবুড়হি গ্রামে তোলা।