Farmer Protest

হাজার হাজার কৃষকের ট্রাক্টর মিছিল, অবরুদ্ধ হতে পারে রাজধানী

কৃষকরা অনড় রয়েছেন তাঁদের অবস্থানে। তাঁরা দাবি করে চলেছেন, ৩টি কৃষি আইন বাতিল ছাড়া তাঁরা আর কোনও প্রস্তাবেই সারা দেবেন না।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২১ ১২:০৮
Share:

পূর্ব ও পশ্চিম দিল্লির রাস্তা ট্রাক্টর মিছিলের ফলে অবরুদ্ধ হতে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। ছবি:পিটিআই

নয়া ৩ কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ করে চলেছে কৃষকরা। বৃহস্পতিবার সেই লাগাতার প্রতিবাদ পড়ছে ৪৩ দিনে। আর সেই দিনই রাজধানীর রাজপথে ট্রাক্টর মিছিল করছেন কৃষকরা। আশঙ্কা, এই মিছিলের জেরে স্তব্ধ হয়ে যেতে পারে দিল্লির রাস্তা। দেশের বিভিন্ন প্রান্তর থেকে হাজার হাজার কৃষক রাজধানীর উপকণ্ঠে এই মিছিলে অংশ নিচ্ছেন।

Advertisement

পূর্ব ও পশ্চিম দিল্লির রাস্তা এই ট্রাক্টর মিছিলের ফলে অবরুদ্ধ হতে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। আগামী কাল, অর্থাৎ শুক্রবার ফের আরও একদফায় কৃষকদের সঙ্গে আলোচনায় বসতে চলেছে কেন্দ্র। সেই আলোচনার একদিন আগেই দিল্লি কেঁপে উঠতে পারে প্রতিবাদে, মনে করছেন অনেকে।

এখনও পর্যন্ত কৃষকরা অনড় রয়েছেন তাঁদের অবস্থানে। দাবি করে চলেছেন, ৩টি কৃষি আইন বাতিল ছাড়া তাঁরা আর কোনও প্রস্তাবেই সারা দেবেন না। কেন্দ্রীয় সরকার তার মধ্যেই নানারকম ভাবে কৃষকদের আন্দোলনের রাস্তা থেকে সরে আসার জন্য আবেদনের রাস্তায় হাঁটছে।

Advertisement

বৃহস্পতিবারের ট্রাক্টর মিছিল নিয়ে দিল্লি পুলিশের জয়েন্ট কমিশনার (পশ্চিম) শালিনী সিংহ বলেছেন, ‘‘দিল্লির ভিতরে মিছিল প্রবেশের কোনও কথা নেই। সেই মতোই পুলিশি ব্যবস্থা রয়েছে। কিন্তু রাজধানীর লাগোয়া অংশে রাস্তায় যানজটের আশঙ্কা রয়েছে। সেই কারণে সিরসা ও বিল আকবরপুর থেকে সোনিপতের দিকে আসা গাড়ি এক্সপ্রেসওয়েতে দুপুর ২টো থেকে ৫টার মধ্যে প্রবেশ করতে পারবে না।

কৃষকদের যৌথ মঞ্চ সংযুক্ত কিসান মোর্চার পক্ষ থেকে জানানো হয়েছে গাজিয়াবাদ থেকে পালওয়াল, হরিয়ানা পর্যন্ত ট্রাক্টর মিছিল হবে। এই একই পথে মিছিল ফিরবে।

আরও পড়ুন: পিএম কিসান: মমতাকে চিঠি তোমরের

আরও পড়ুন: হামলার নিন্দা করে ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর চাইলেন মোদী

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন