জোর করে মামলা রুজুর অভিযোগ

কাটলিছরার কংগ্রেস প্রার্থী গৌতম রায়ের বিরুদ্ধে এক মহিলাকে দিয়ে জোর করে মারধরের মামলা দায়ের করানোর অভিযোগ উঠেছে। ওই অভিযোগ তুলেছেন অভিযোগকারিণী মহিলাই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মার্চ ২০১৬ ০২:৫৯
Share:

কাটলিছরার কংগ্রেস প্রার্থী গৌতম রায়ের বিরুদ্ধে এক মহিলাকে দিয়ে জোর করে মারধরের মামলা দায়ের করানোর অভিযোগ উঠেছে। ওই অভিযোগ তুলেছেন অভিযোগকারিণী মহিলাই। পুলিশ সূত্রে খবর, গত রবিবার হাইলাকান্দির রামনাথপুরের এক মহিলাকে মারধর করার অভিযোগে গৌতমবাবুর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। এলাকাবাসীর একাংশের দাবি, স্বামীর চিকিৎসার জন্য প্রাক্তন মন্ত্রীর কাছে অর্থসাহায্য চাইতে গিয়েছিলেন জবা রায়। অভিযোগ, গৌতমবাবু তাঁকে অপমান করেন। জবাদেবী বাড়ি ফিরে যান। ওই মহিলার অভিযোগ, তিনি এ নিয়ে পুলিশের কাছে কোনও মামলা রুজু করতে রাজি ছিলেন না। কিন্তু কয়েক জন তাঁকে চাপ দিয়ে মামলা করিয়েছে বলে অভিযোগ। হাইলাকান্দি জেলা কৃষক মুক্তি সংগ্রাম সমিতির সাধারণ সম্পাদক জহিরউদ্দিন লস্কর এ নিয়ে গৌতম রায়কে গ্রেফতার করা দাবি তুলেছেন। হাইলাকান্দি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জু দেব বলেন, ‘‘রাজনৈতিক কারণে মিথ্যা মামলা দায়ের করানো হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement