বৃষ্টিতে বিপর্যস্ত চেন্নাই। ছবি: পিটিআই।
দক্ষিণ-পূর্ব মৌসুমি বায়ু আরও সক্রিয় হতেই তামিলনাড়ু জুড়ে আরও ভারী বর্ষণের সতর্কতা জারি করা হল। চেন্নাই-সহ রাজ্যের আট জেলায় মঙ্গলবার চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। একটানা অতিভারী বৃষ্টির জেরে এমনিতেই জলমগ্ন হয়ে পড়েছে চেন্নাই শহর-সহ বুহ এলাকা। রবিবার রাত থেকে টানা বৃষ্টি চলছে। তার প্রভাবে ভেলাচেরি, মেদাভক্কম এবং পাল্লিকারানাইয়ের মতো এলাকা প্লাবিত। মৌসম ভবন জানিয়েছে, বুধবার পর্যন্ত টানা বৃষ্টি হতে পারে। তার সঙ্গে নতুন করে নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা বাড়তে থাকায় আশঙ্কা বাড়ছে তামিলনাড়ু জুড়ে।
মৌসম ভবন জানিয়েছে, রঘুনাথপুরমে ১৪৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে সোমবার। নাগাপত্তিনমে ৯০ মিমি এবং চেন্নাইয়ের বিভিন্ন অংশে ৬৩.৫ মিমি বৃষ্টি হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে রামনাথপুরম, পুদুকোট্টাই, তাঞ্জাভুর, তিরুভারুর, নাগাপত্তিনম, মালিয়াদুথুরাই এবং কাড্ডালোরে। আবহাওয়া দফতর সূত্রে খবর, কেরল উপকূলের কাছে দু’টি নিম্নচাপ তৈরি হওয়ার কারণেই শুরু হয়েছে এই অতিভারী বৃষ্টিপাত। অন্য দিকে, আবহাওয়া দফতরের চিন্তা বাড়িয়েছে দক্ষিণ আন্দামান সাগর এবং বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরির সম্ভাবনা।
রাজ্যের আবহওয়া দফতর জানিয়েছে, মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে চেন্নাই, তিরুভাল্লুর, চেঙ্গলপাট্টু, কাঞ্চিপুরম, কল্লাকুরিচি, পেরাম্বালুর, থোত্তুকুড়ি, তিরুনেলভেলি এবং কন্যাকুমারীতে।