ধস নেমে বন্ধ হয়ে গিয়েছে রাস্তা। ছবি: পিটিআই।
হিমাচল প্রদেশে আগামী চার দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল মৌসম ভবন। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চলবে এই দুর্যোগ। এই সময়ের মধ্যে ধসপ্রবণ এলাকাগুলি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। গত জুন থেকে এখনও পর্যন্ত এই মরসুমে রাজ্যে ২১৯ জনের মৃত্যু হয়েছে। প্রায় ২০০০ কোটি টাকার সম্পত্তির ক্ষতি হয়েছে।
মৌসম ভবন জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রাজ্যের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি শুরু হবে। বৃষ্টি এবং ধসের জেরে ৩০৫ নম্বর জাতীয় সড়ক-সহ ৩৬০টি রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। সবচেয়ে খারাপ অবস্থা মন্ডী জেলার। এই জেলার ২১৪টি রাস্তা সম্পূর্ণ ভাবে বন্ধ। অন্য দিকে, কুলুতে বন্ধ ৯২টি রাস্তা। ক্রমাগত বৃষ্টি এবং বন্যা পরিস্থিতির কারণে বহু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন।
মৌসম ভবন জানিয়েছে, গত ১ জুন থেকে ১০ অগস্ট পর্যন্ত হিমাচলে ৫০৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যা স্বাভাবিকের তুলনায় ১১ শতাংশ বেশি। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, বর্ষার মরসুমে এখনও পর্যন্ত রাজ্যে ৫৮টি হড়পা বান, ৩০টি মেঘভাঙা বৃষ্টি, ৫৩টি বড় ধসের কবলে পড়েছে রাজ্য।