Pakistan on Narendra Modi’s Comment

‘দায়িত্বজ্ঞানহীন, উস্কানিমূলক’, মোদীর ‘রক্তে সিঁদুর’ মন্তব্যের পর বিবৃতি দিল ‘ক্ষুব্ধ’ পাকিস্তান

রাজস্থানের জনসভা থেকে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানিয়েছিলেন, তাঁর শরীরে রক্ত নয়, সিঁদুর বইছে। সেই মন্তব্যের বিরোধিতা করল পাকিস্তান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মে ২০২৫ ১৩:২৪
Share:

(বাঁ দিকে) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ (ডান দিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

রাজস্থানের জনসভা থেকে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানিয়েছিলেন, ভারতমায়ের সেবায় তিনি বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকবেন। তাঁর শরীরে রক্ত নয়, গরম সিঁদুর বইছে। সিঁদুরই বারুদে পরিণত হয়েছে। মোদীর এই মন্তব্যে ক্ষুব্ধ পাকিস্তান। ২৪ ঘণ্টার মধ্যেই তারা পাল্টা বিবৃতি দিয়ে মোদীর মন্তব্যের বিরোধিতা করল। পাকিস্তানের বিদেশ মন্ত্রকের দফতর থেকে শুক্রবার এই সংক্রান্ত দীর্ঘ বিবৃতি দেওয়া হয়েছে। মোদীর মন্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন এবং উস্কানিমূলক’ বলে দাবি করেছে তারা।

Advertisement

পাক বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, ‘‘ভারতের প্রধানমন্ত্রী রাজস্থান থেকে যে উস্কানিমূলক, ভিত্তিহীন, দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন, পাকিস্তান তা স্পষ্ট ভাবে প্রত্যাখ্যান করছে। তাঁর অভিযোগগুলি বিকৃত এবং ভুল। সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে এই মন্তব্য করা হয়েছে। কোনও সার্বভৌম দেশের বিরুদ্ধে প্রকাশ্যে সামরিক অভিযানের হুঁশিয়ারি রাষ্ট্রপুঞ্জ এবং আন্তর্জাতিক আইনের বিরোধী। এতে অঞ্চলের শান্তিও বিঘ্নিত হচ্ছে।’’ পাকিস্তানের দাবি, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সারা বিশ্বের লড়াইয়ে তারাও সক্রিয় ভূমিকা পালন করে। ভারতের নেতৃত্বকে আরও দায়িত্বশীল এবং সংযত হতে অনুরোধ করছে ইসলামাবাদ।

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়। সেই ঘটনায় পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ করেছিল ভারত। ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে পাকিস্তানে হামলা চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় একাধিক জঙ্গিঘাঁটি। তার পর ভারত এবং পাকিস্তানের মধ্যে বেশ কয়েক দিন সংঘর্ষ চলেছে। গত ১০ মে দুই দেশ সংঘর্ষবিরতিতে সম্মত হয়েছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাজস্থানের বিকানেরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি বলেন, ‘‘যারা ভারতের মা-বোনেদের মাথার সিঁদুর মুছে দেওয়ার চেষ্টা করেছিল, তাদের মোক্ষম জবাব দেওয়া হয়েছে। ২২ এপ্রিলের হামলার জবাব দেওয়া হয়েছে মাত্র ২২ মিনিটে! ন’টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পাকিস্তানের রহিম ইয়ার খান বায়ুসেনাঘাঁটি এখন আইসিইউ-তে রয়েছে! সিঁদুর যারা মুছতে এসেছিল, তাদের মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। আমার শরীরে এখন রক্ত নয়, সিঁদুর বইছে। এটা প্রতিশোধের খেলা নয়, এটা ন্যায়ের নতুন রূপ, যার নাম অপারেশন সিঁদুর।’’

Advertisement

পাকিস্তানের দাবি, অভ্যন্তরীণ সঙ্কট থেকে সকলের নজর ঘোরাতে মোদী এই মন্তব্য করেছেন। ভারত প্রায়ই এই কৌশল নিয়ে থাকে বলেও দাবি করেছে তারা। বিবৃতিতে বলা হয়েছে, ‘‘নির্বাচনে লাভের জন্য যুদ্ধের উস্কানি না দিয়ে ভারতের উচিত কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা। পাকিস্তান শান্তিপ্রিয়। কিন্তু একে আমাদের দুর্বলতা ভাবা ঠিক নয়। দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে আমরা প্রস্তুত।’’

মোদীর মন্তব্যের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছে পাকিস্তান। তাদের বক্তব্য, ‘‘ভারতের আগ্রাসী ভঙ্গি এবং ঘৃণাভাষণের দিকে নজর দেওয়া উচিত আন্তর্জাতিক সম্প্রদায়ের। সংঘাতে আসলে কারও উপকার হয় না। পারস্পরিক আলোচনা, শ্রদ্ধা এবং আন্তর্জাতিক আইন মেনে চলার মধ্যেই শান্তির পথ রয়েছে।’’

পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগ দীর্ঘ দিনের। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে জানান, ভারত এবং পাকিস্তানের মধ্যে যে কোনও আলোচনাই দ্বিপাক্ষিক হবে। কয়েক বছর আগে পাকিস্তানকে সন্ত্রাসবাদীদের একটি তালিকা পাঠিয়েছিল ভারত। তাদের ভারতের হাতে তুলে দিতে হবে। দুই দেশ আলোচনার টেবিলে বসলে শুধু এ বিষয়েই কথাবার্তা এগোতে পারে। সংঘর্ষবিরতিতে সম্মত হলেও সিন্ধু জলবণ্টন চুক্তি এখনও স্থগিত রেখেছে ভারত। মোদী বলেছেন, ‘‘জল এবং রক্ত একসঙ্গে বইতে পারে না।’’ এই পরিস্থিতিতে মোদীর মন্তব্যের পাল্টা বিবৃতি দিল ইসলামাবাদও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement