আগামী মাসে ফের উচ্চ পর্যায়ের বৈঠকে বসছে ভারত-পাক

চলতি বছরের নভেম্বরে প্যারিসের জলবায়ু সম্মেলন দু’দেশের প্রধানমন্ত্রীর সামান্য কিছু ক্ষণের আলোচনার পরেই ব্যাঙ্ককে বৈঠকে বসেছিলেন ভারত ও পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা। আর এ বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চমকে দেওয়া পাক সফরের বারো ঘণ্টা কাটার আগেই এল পরবর্তী সুখবর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৫ ১১:৩১
Share:

জন্মদিনের শুভেচ্ছা। ছবি: পিটিআই।

চলতি বছরের নভেম্বরে প্যারিসের জলবায়ু সম্মেলন দু’দেশের প্রধানমন্ত্রীর সামান্য কিছু ক্ষণের আলোচনার পরেই ব্যাঙ্ককে বৈঠকে বসেছিলেন ভারত ও পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা। আর এ বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চমকে দেওয়া পাক সফরের বারো ঘণ্টা কাটার আগেই এল পরবর্তী সুখবর। নতুন বছরের শুরুতেই ফের উচ্চ পর্যায়ের বৈঠকে বসতে চলেছে দুই দেশ। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আগামী ১৫ জানুয়ারি ইসলামাবাদে বৈঠকে বসবেন প্রতিবেশী দুই দেশের বিদেশ সচিব।

Advertisement

চলতি মাসেই পাক সফরে গিয়েছিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। বিভিন্ন বিষয়ে পাক বিদেশমন্ত্রীর সঙ্গে কথা হয় তাঁর। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সুষমার সেই সফরে উঠে আসা বিভিন্ন বিষয়ে আলোচনা এগিয়ে নিয়ে যেতেই জানুয়ারিতে বৈঠকে বসবেন দুই দেশের বিদেশ সচিব।

নিজেদের দেশের সেনা ও মোল্লাতন্ত্রের প্রবল চাপ সামলে নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে এসেছিলেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। পাল্টা সৌজন্য দেখিয়ে শুক্রবার নওয়াজের জন্মদিনে আচমকা ইসলামাবাদ গিয়ে চমকে দিয়েছেন মোদীও। সেই পথেই হেঁটে ফের এক বার আলোচনার টেবিলে বসতে চাইছে দুই পক্ষ।

Advertisement

আরও পড়ুন:
শুভ জন্মদিন নওয়াজ, দিল্লি ফেরার পথে মোদী হঠাৎ লাহৌরে
ছিল না প্রত্যাশার চাপ, তাই আলোচনা এগোল খোলা মনে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন