যে ভিডিও ফুটেজের ভিত্তিতে রাষ্ট্রদ্রোহের অভিযোগে জেএনইউয়ের ছাত্রনেতা কানহাইয়া কুমার ও অন্য পড়ুয়াদের গ্রেফতার করা হয় তা আসল বলেই জানিয়েছে সিবিআইয়ের পরীক্ষাগার। শনিবার এই দাবি করল দিল্লি পুলিশ। আগেও কেন্দ্রীয় ফরেন্সিক গবেষণাগারে এমন চারটি ফুটেজ পাঠায় পুলিশ। সেগুলি আসল বলে প্রমাণিত হয়েছে মে মাসেই। পরে দিল্লি সরকারের নির্দেশে সাতটি ক্লিপিং গবেষণাগারে পাঠানো হয়।