Srikumar Banerjee

Srikumar Banerjee: প্রয়াত পরমাণু গবেষণার নক্ষত্র শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়, শোক প্রকাশ প্রধানমন্ত্রীর

আইআইটি খড়্গপুরের প্রাক্তন ছাত্র শ্রীকুমার ২০০৫ সালে পদ্মশ্রী পেয়েছিলেন, ১৯৮৯ সালে পেয়েছিলেন ভাটনগর পুরস্কার।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ মে ২০২১ ২১:৪৫
Share:

ফাইল ছবি

পরমাণু শক্তি কমিশনের প্রাক্তন চেয়ারম্যান শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের জীবনাবসান হয়েছে। রবিবার নবি মুম্বইয়ের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৭০ বছর। এই বিজ্ঞানীর মৃত্যুতে শোক প্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, ‘ভারতীয় বিজ্ঞান, বিশেষত পরমাণু শক্তি বিষয়ে গবেষণায় তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি ছিলেন একজন প্রকৃত গুরু ও প্রতিষ্ঠান নির্মাতা। তাঁর মৃত্যুতে আমরা শোকাহত। পরিবারকে সমবেদনা জানাই। ওম শান্তি’।

Advertisement

পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, রবিবার হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন তিনি। ২০১২ সালে তিনি পরমাণু শক্তি দফতর থেকে অবসর গ্রহণ করেছিলেন। এ ছাড়াও তিনি কাজ করেছিলেন ভাবা অ্যাটোমিক রিসার্চ সেন্টারের অধিকর্তা হিসাবে। আইআইটি খড়্গপুরের প্রাক্তন ছাত্র শ্রীকুমার ২০০৫ সালে পদ্মশ্রী পেয়েছিলেন, ১৯৮৯ সালে বিজ্ঞান গবেষণায় অসামান্য ভূমিকার জন্য পেয়েছিলেন ভাটনগর পুরস্কার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন