প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার টি এন শেষন প্রয়াত

শেষনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১১ নভেম্বর ২০১৯ ০০:০৪
Share:

প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার টি এন শেষন।

মারা গেলেন প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার টি এন শেষন। বয়স হয়েছিল ৮৬। রবিবার রাতে চেন্নাইয়ে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এসওয়াই কুরেশি টুইট করে শেষনের মৃত্যুর খবর দেন। তিনি বলেন, “দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, কিছু ক্ষণ আগেই মৃত্যু হল টি এন শেষনের। তাঁর আত্মার শান্তি কামনা করি।”

Advertisement

শেষনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি টুইট করে বলেন, “অসাধারণ প্রশাসনিক কর্তা ছিলেন। নির্বাচনী সংস্কারে তাঁর প্রচেষ্টা ভারতের গণতন্ত্রকে আরও মজবুত করেছে। তাঁর মৃত্যুতে শোকাহত।”

টুইট করে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “টি এন শেষনের মৃত্যুতে ব্যথিত। ভারতীয় গণতন্ত্রে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই।”

Advertisement

১৯৯০ সালের ১২ ডিসেম্বর থেকে ১৯৯৬ সালের ১১ ডিসেম্বর পর্যন্ত মুখ্য নির্বাচন কমিশনার পদে ছিলেন শেষন। সচিত্র পরিচয়পত্র চালুর মতো নানা পদক্ষেপ করে নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা আনেন তিনি। ক্রমশ হয়ে ওঠেন ‘আইকন’। পরে পা রেখেছিলেন রাজনীতিতেও। লালকৃষ্ণ আডবাণীর বিরুদ্ধে গাঁধীনগর কেন্দ্রে কংগ্রেস প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।

আরও পড়ুন: নির্বাচনী সংস্কারেই ‘আইকন’ শেষন

আরও পড়ুন: অযোধ্যা রায় নিয়ে পোস্ট সোশ্যাল মিডিয়ায়, যোগীর রাজ্যে ৩৭ জনের বিরুদ্ধে এফআইআর

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন