Tarun Gogoi

অত্যন্ত সঙ্কটজনক অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ

শ্বাসকষ্ট নিয়ে গত ২ নভেম্বর থেকে গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি গগৈ।

Advertisement

সংবাদ সংস্থা

গুয়াহাটি শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২০ ১৫:৩৯
Share:

তরুণ গগৈ। ফাইল চিত্র।

অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। শ্বাসকষ্ট নিয়ে গত ২ নভেম্বর থেকে গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি গগৈ। সোমবার হাসপাতাল সূত্রে জানানো হয়, প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক।

Advertisement

গত ২৫ অগস্ট কোভিডে আক্রান্ত হয়েছিলেন গগৈ। প্রায় দু’মাস হাসপাতালে ভর্তি থাকার পর গত ২৫ অক্টোবর ছাড়া পান। কিন্তু গত ২ নভেম্বর ফের হাসপাতালে ভর্তি করাতে হয় তাঁকে। তাঁর বেশ কিছু অঙ্গপ্রত্যঙ্গ কাজ না করায় ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়।

এ দিন সকালেই হাসপাতালে যান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি সাংবাদিকদের বলেন, “প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তাঁর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি।”

Advertisement

গগৈয়ের শারীরিক অবস্থার অবনতি হয়েছে, এই খবর পাওয়া মাত্রই তাঁর বহু সমর্থক হাসপাতালের বাইরে ভিড় জমান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন